যাত্রার মাত্র ৫ মিনিট আগেও হাতে পেয়ে যেতে পারেন টিকিট, IRCTC জারি করল রেলওয়ে টিকিট বুকিং এর নতুন নিয়ম - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

যাত্রার মাত্র ৫ মিনিট আগেও হাতে পেয়ে যেতে পারেন টিকিট, IRCTC জারি করল রেলওয়ে টিকিট বুকিং এর নতুন নিয়ম

ভারতীয় রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন ওরফে আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং এর জন্য একটি নতুন নিয়ম তৈরি করে দিল। এবার থেকে আপনারা যাত্রার ঠিক পাঁচ মিনিট আগেও ট্রেনের টিকিট পেয়ে যেতে পারেন। পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনের দ্বিতীয় রিজার্ভেশন আগে করা যেত ট্রেন ছাড়ার ২ ঘন্টা আগে। কিন্তু এবার থেকে মাত্র ৩০ মিনিট আগে এই রিজার্ভেশন সম্ভব।

 

করোনাভাইরাস পরিস্থিতির কারণে, বর্তমানে প্রথম রিজার্ভেশন চার্ট ৪ ঘন্টা আগে তৈরি করতে হয়। বাকি পড়ে থাকা সিট অনলাইন ফ্যাসিলিটিতে বুক করা সম্ভব। এর জন্য ব্যবহার করা হয় প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম। যে আগে আসে তার বুকিং আগে নেওয়া হয় দ্বিতীয় রিজার্ভেশন এর ক্ষেত্রে।

 

যাদের শেষ মিনিটে প্ল্যান পরিবর্তন করার প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম অত্যন্ত কার্যকরী হবে। এবার থেকে আপনাদের দ্বিতীয় রিজার্ভেশন ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে থেকে ৫ মিনিট আগে পর্যন্ত করতে হবে। যদি ট্রেনের টাইম পরিবর্তন হয়, তাহলে ও এই নিয়ম কাজ করবে। সঙ্গে, ট্রেনের ক্যান্সলেশন এর ক্ষেত্রেও আপনারা রিফান্ড পাবেন নতুন রিফান্ড রুলের পর থেকে।

 

যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে জোনাল রেলওয়ে কমিটির জানানো আর্জির পরিপ্রেক্ষিতে এই সময় পরিবর্তন করা হয়েছে। এই নতুন নিয়ম জারি হওয়ার পর থেকে, যাত্রীরা একেবারে শেষ মুহূর্তে নিজের প্লান পরিবর্তন করতে পারবেন এবং নতুন করে টিকিট কাটতে পারবেন অথবা টিকিট ক্যানসেল করতে পারবেন।

 



from দেশ – Bharat Barta https://ift.tt/2U4WQ0t

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন