Breaking: ডিসেম্বর মাস থেকেই উচ্চ প্রাথমিকে ১৬,৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

Breaking: ডিসেম্বর মাস থেকেই উচ্চ প্রাথমিকে ১৬,৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে আটকে রয়েছে স্কুলের উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া। বেশ কিছু অনিয়মের অভিযোগে বেশ কিছু চাকরি প্রার্থী আদালতে মামলা দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। ফলে আটকে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যদিও শুনানি সম্পন্ন হয়েছে। এবার হবে রায়দান।

এবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী দু’মাসের মধ্যে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানলেন তিনি।

আজ মুখ্যমন্ত্রী বলেন, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ খুব দ্রুত করা হবে। মোট ১৬,৫০০ জন শিক্ষক নিয়োগ করা হবে। উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ দিয়েছেন ২০ চাকরি প্রার্থী। এর মধ্যে ১৬,৫০০ জনকে নিয়োগ করা হবে। বাকি দেরও ধীরে ধীরে করা হবে। ডিসেম্বর-জানুয়ারিতেই সব সম্পন্ন হবে। করোনা একটু কমলেই নিয়োগ প্রক্রিয়া দ্রব শুরু করে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিয়োগ শেষ করে দেওয়া হবে। ডিসেম্বর মাস থেকেই উচ্চ প্রাথমিকে নিয়োগ দেওয়া শুরু হবে।

এছাড়া প্রাইমারিতে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা দ্রুত হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিকের টেট পরীক্ষা অফলাইন মোডেই নেওয়া হবে। প্রাথমিকে প্রায় আড়াই লক্ষাধিক চাকরি প্রার্থী আবেদন করেছেন। করোনা পরিস্থিতি আর একটু ভালো হলেই যত দ্রুত সম্ভব পরীক্ষা নিয়ে নেওয়া হবে।।

The post Breaking: ডিসেম্বর মাস থেকেই উচ্চ প্রাথমিকে ১৬,৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/38CQ2j3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন