আইপিএলে দল হবে ৯ টি, কীভাবে হবে পরের বছরের নিলাম? জানুন - Get Breaking & Latest Bengali News Online

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

demo-image

আইপিএলে দল হবে ৯ টি, কীভাবে হবে পরের বছরের নিলাম? জানুন

ipl-auction

এই বছরের আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আগামী বছরের আইপিএল নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল বোর্ড, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বোর্ড সূত্রে খবর, আগামী বছরের আইপিএলে দলের সংখ্যা বাড়তে পারে। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৮টির পরিবর্তে ৯টি দল নিয়ে হতে পারে ২০২১ সালের আইপিএল। তবে বিসিসিআইয়ের একজন অফিশিয়াল জানিয়েছেন যদিও এত তাড়াতাড়ি এটা বলা সম্ভব নয়।

তবে সূত্র মারফত যা জানা যাচ্ছে নবম দলটি গুজরাত থেকে খেলতে পারে মেগা টুর্নামেন্টে। সেই ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড হতে পারে মোতেরা। আগের বছরের আইপিএলের আগে নিলাম হতে পারে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই রকমই পরিকল্পনা করছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিলামের ব্যাপারে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতির জন্য এবারের আইপিএল সেপ্টেম্বর মাসে ভারতের পরিবর্তে দুবাইতে অনুষ্ঠিত হল। টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় বোর্ড আগেই স্থির করে রেখেছিল, পরের বারের আইপিএলের আগে বাতিল করা হবে নিলাম, কারণ ২০২১ সালের আইপিএলের আগে যথেষ্ট সময় হাতে পাওয়া যাবে না। সেই কারণে নিলাম না করার চিন্তাভাবনা করেছিল বোর্ড। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বিসিসিআই নিলাম করার চিন্তাভাবনা করছে। যদি সত্যি সত্যিই নিলাম হয় তাহলে জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। হাতে আর খুবই কম সময় রয়েছে।



from খেলা – Bharat Barta https://ift.tt/2UjgyFL

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages