
এই সময় ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারের প্রভাবে ভারতে অস্থির সোনা ও রুপোর দাম। গতকাল, ১০ নভেম্বর, দিনের শেষে এদেশে সোনার ফিউচার প্রাইস বেড়েছিল ১ শতাংশের বেশি। কিন্তু বুধবার সকালের বেচাকেনায় নিম্নমুখী সোনালি ধাতু। এই পরিপ্রেক্ষিতে সোনা কেনা কতটা লাভজনক? বিশেষজ্ঞদের পরামর্শ, যতক্ষণ সোনা তার প্রতি ১০ গ্রামের সহায়ক মূল্য ৫০,০০০ টাকা ধরে রাখতে পারবে ততক্ষণ এখানে লগ্নি করা যেতে পারে। গত কয়েক দিনে দুর্বল হয়ে পড়েছে মার্কিন ডলার; যা সোনা-রুপোর সহায়ক মূল্য ধরে রাখার ক্ষেত্রে সহায়ক হবে বলে তাঁদের আশা। >> ভারতের বাজারে আজ সোনা-রুপোর দাম: বুধবার সকালের বেচাকেনায় ভারতের মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা ও রুপোর ডিসেম্বর ফিউচার প্রাইস হ্রাস পেয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ প্রতি ১০ গ্রাম সোনার দাম ০.১৮ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছিল ৫০,৪০৮ টাকা। একই ঘটনা রুপোর ক্ষেত্রেও। রুপোলি ধাতুর ডিসেম্বর ফিউচার প্রাইজ ০.৩৪ শতাংশ হ্রাস পেয়ে প্রতি কিলোতে দাঁড়িয়েছে ৬২,৮৩২ টাকা। >> বিশ্ব বাজারে গতকাল সোনা-রুপোর দাম : কোভিড ভ্যাকসিন আবিষ্কারের খবরে গত সোমবার বিশ্ব বাজারে সোনার দামে ধস নামে। সেদিন এক ধাক্কায় এর দাম ৫.২ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছিল। সেখান থেকে মঙ্গলবার ঘুরে দাঁড়ায় বাজার। গতকাল আন্তর্জাতিক বাজারে সোনালি ধাতুর ডিসেম্বর ফিউচার প্রাইস প্রতি ট্রয় আউন্সে বেড়ে দাঁড়িয়েছিল ১,৮৭৬.৪০ মার্কিন ডলার। অন্যদিকে রুপোর ফিউচার প্রাইস প্রতি ট্রয় আউন্সে ছিল ২৪.৩২ মার্কিন ডলার। আরও পড়ুন: >> গতকাল ভারতে কী ছিল সোনা-রুপোর বাজার দর: বিশ্ব বাজারের পাশাপাশি গতকাল ভারতেও এই দুই মূল্যবান ধাতুর দর ছিল গ্রিন জোনে। প্রতি ১০ গ্রাম সোনার ডিসেম্বর ফিউচার প্রাইস বেড়ে দাঁড়িয়েছিল ৫০ হাজার ৫০১ টাকা। অন্যদিকে, প্রতি কিলোগ্রাম রুপোলি ধাতুর ফিউচার প্রাইস গিয়ে দাঁড়ায় ৬৩ হাজার ৪৪ টাকা। >> অর্থনৈতিক সঞ্জিবনীর আশা বাড়ছে: অর্থনীতিকে চাঙ্গা করতে হোয়াইট হাউজের অর্থনৈতিক সঞ্জিবনী প্যাকেজের আশায় চাতক পাখির মতো বসে আছে বিভিন্ন মহল। সেইসঙ্গে নরেন্দ্র মোদী সরকারের তরফেও দ্বিতীয় আর্থিক প্যাকেজ ঘোষণার ইঙ্গিত দেওয়া হয়েছে। আর এই দুই সম্ভাবনা লগ্নিকারীদের চুম্বকের মতো আকর্ষণ করছে সোনা ও রুপো। কারণ বেশি মুনাফার লোভে আর্থিক প্যাকেজের একটা অংশ সোনায় লগ্নির সম্ভাবনা। আরও পড়ুন: এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3pbsUxU
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন