
৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সিঙ্ঘম গার্ল কাজল আগরওয়াল। করোনা পরিস্থিতির মধ্যে এলাহি বিয়ের আয়োজন না করলেও পরিবারের লোকেদের সঙ্গে চুটিয়ে বিয়ের অনুষ্ঠান সেলিব্রেট করেন এই দক্ষিনি অভিনেত্রী। বিয়েতে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ থাকলেও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়র মধ্যে দিয়ে সকলের সঙ্গে সংযোগ রেখেছিলেন। দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা হওয়ার পর ঠিক সাত দিনের মাথায় এই কাপল উড়ে যান মালদ্বীপে। এখন অভিনেত্রীর ইন্সটাগ্রাম পেজে শুধুই মধুচন্দ্রিমার ছবি। স্বামী গৌতমের সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন সমুদ্রের স্নিগ্ধতা, মাখছেন গায়ে সূর্যের রং, ভালবাসছেন একে অপরকে। দেখুন ‘সিঙ্ঘম গার্লের মালদ্বীপ ডায়েরি’-
নীল জলের পাশে নীল বসনে অপরূপা কাজল। কখনো হাতে কফির কাপ তো কখনো স্বামীর সঙ্গে ফটোশ্যুটে ব্যস্ত।
সকালের সূর্যের নরম আলো আর সমুদ্রের স্নিগ্ধতাকে গায়ে মেখে ফেলে আসা রুটিনের একটু প্র্যাকটিস।
হাতে মেহেন্দি নিয়ে নীল থেকে কখনো লালেও মেতেছেন অভিনেত্রী। লাল ফিনফিনে পোশাকে কাজল ধরা দিয়েছে মোহময়ী রূপে।
‘সিঙ্ঘম গার্লের মালদ্বীপ ডায়েরি’ র পাতায় রয়েছে স্বামীকে গিয়ে ম্যাসাজ নেওয়ার ছবিও………… ক্যাপশনে রয়েছে Partner in everything @kitchlug
একটি ছবির ক্যাপশানে কাজল লেখেন, “আমার হৃদয় আজ ভীষণই খুশি, নিজেকে উন্মুক্ত লাগছে। প্রতিবার এই সুন্দর দেশটা ঘুরে দেখতে চাই।”
from বিনোদন – Bharat Barta https://ift.tt/3krF8yO
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন