টুইটার থেকে সরিয়ে দেওয়া হল অমিত শাহের ছবি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

টুইটার থেকে সরিয়ে দেওয়া হল অমিত শাহের ছবি

নয়াদিল্লি: কিছুক্ষণের জন্য হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে মুছে দেওয়া হল তাঁরই ছবি৷ কিন্তু কেন? কারণ, জানা গিয়েছে,কপিরাইট সংক্রান্ত সমস্যার জেরেই সাময়িকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে তাঁর ছবি সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ট্যুইটার কর্তৃপক্ষ৷ কিছুক্ষণের মধ্যেই অবশ্য সমস্যার সমাধান হয়৷ ট্যুইটার অ্যাকাউন্টে ফিরে আসে অমিত শাহের প্রোফাইল ছবি৷

আজ, শুক্রবার সকালেই এই বিভ্রাট ঘটে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্টে যে ছবিটি দেওয়া ছিল, সেটির কপিরাইট নিয়ে কেউ রিপোর্ট করে ট্যুইটারে৷ তারপরেই ছবিটি লক করে দেওয়া হয়৷ ট্যুইটারের মুখপাত্র এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য গ্লোবাল কপিরাইট নীতি অনুযায়ী এই অ্যাকাউন্টটি লক করা হয়৷ সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান করা হয়েছে৷ এখন অ্যাকাউন্টটি পুরোদস্তুর কাজ করছে৷’

তবে টুইটার থেকে ছবি মুছে ফেলা হলেও সেই নিয়ে এতটুকু উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি অমিত শাহকে। তিনি তুইতারের ওপর ভরসা রেখেছেন। তাকে এ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ‘কোনও অনিবার্য কারণে হয়তো এই ঘটনা ঘটেছে যা টুইটার তড়িঘড়ি সমাধান করে দেবে। তাঁর ভরসা অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই টুইটার কর্তৃপক্ষের থেকে সমস্যা সমাধান করে দেওয়া হয়। এই মুহূর্তে অমিত শাহের টুইটার অ্যাকাউন্টটি স্বাভাবিকভাবেই কাজ করছে।



from দেশ – Bharat Barta https://ift.tt/2UpE0kE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন