আবেগে ভাসছে নেহু-প্রীত, হু হু করে ভাইরাল হল ফুলশয্যার খাটের ভিডিও - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ১১ নভেম্বর, ২০২০

আবেগে ভাসছে নেহু-প্রীত, হু হু করে ভাইরাল হল ফুলশয্যার খাটের ভিডিও

করোনা আবহয়ের মধ্যে বেশ জাঁকজমক ভাবে বিয়ের পর্ব শেষ করেন নেহা কক্কর ও পাঞ্জাবী গায়ক রোহনপ্রীত সিং। দিল্লির একটি গুরুদ্বারায় বসে নেহা এবং রোহনপ্রীতের বিয়ের আসর। একেক দিন একেক রকম লেহেঙ্গায় সেজে উঠেছিলেন সঙ্গীত জগতের এই তারকা দম্পতি। কখনো সবুজ তো কখনো লাল তো কখনো গোলাপি। সব মিলিয়ে এলাহি আয়োজনে বিয়ের আসর বসান এই তারকা দম্পতি। এবারে আসছে মধুচন্দ্রিমার পালা।

দিল্লি এবং পঞ্জাবে রিসেপশনের পর মুম্বইতে ফেরেন নেহুপ্রীত। এরপরেই দুবাইতে মধুচন্দ্রিমার জন্য উড়ে যান তাঁরা। সেইখান থেকেই একের পর এক ভিডিও ভাইরাল হতে শুরু করে। নেহা কক্কর তাঁর ইন্সটাগ্রামে সমস্ত ছবি ও ভিডিও আপলোড করেছেন। সম্প্রতি একটি লং ড্রাইভের ভিডিও শেয়ার করেছেন নেহুপ্রীত।

 

View this post on Instagram

 

#NehaKakkar and #Rohanpreet’s honeymoon videos !!!😍🤩

A post shared by BollywoodShaadis.com (@bollywoodshaadis) on

দুবাইতে একটি বিলাসবহুল গাড়িতে বসে চুটিয়ে উপভোগ করছেন মধুচন্দ্রিমার সবকটি পর্ব। হাসিখুশি মেজাজে ধরা দিলেন নেহা-রোহনপ্রীত। এই ভিডিও আপলোড হতেই হু হু করে তা ভাইরাল হয়। শুধুমাত্র লং ড্রাইভের ভিডিও ভাইরাল হয়নি, নেহুপ্রীতের ফুলশয্যার খাটের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

#nehakakkar’s #Honeymoon Suite! #rohanpreetsingh

A post shared by BollywoodShaadis.com (@bollywoodshaadis) on

ফুলদিয়ে সাজানো হয়েছে নবদম্পতি নেহা ও রোহনপ্রীতের ঘর, খাট সবটাই। গত ৮ নভেম্বর দুবাইতে মধুচন্দ্রিমার জন্য উড়ে যান নেহুপ্রীত। এরপরেই ইন্সটাগ্রামের স্টোরিতে একের পর এক ছবি পোস্ট করেন মিসেস সিং।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3ljeYzy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন