নিউজ ডেস্ক: বিহারের বিধানসভা নির্বাচনের শেষ দফায় ভোটগ্রহণের পরে প্রকাশিত বেশিরভাগ এক্সিট পোল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজশ্বী যাদবের নেতৃত্বাধীন বিরোধী মহাজোটকে এগিয়ে রেখেছে। তবে বিজেপি কিন্তু হল ছাড়ছে না। এর আগে এক্সিট পোল অনেকবারই ভুল প্রমাণিত হয়েছে। এমনকি গত বিধানসভা ভোটেও বিহারের এক্সিট পোল ভুল বলে প্রমাণিত হয়েছিল। বিহারে মোট ২৪৩টি বিধানসভা আসন। ক্ষমতায় আসতে গেলে অন্তত ১২২টি আসনে জয় পেতে হবে। তবে এর মধ্যে ভালো খবর জন্য। বিহারে খুব ভালো ফল করতে চলেছে বামেরা। এখনও পর্যন্ত এগিয়ে থাকার নিরীখে রেকর্ড সংখ্যক আসন জিততে চলছে বামেরা। এই মুহূর্তে বিহারে ১৯টি আসনে এগিয়ে রয়েছে বামদলগুলো।
তবে এবার কোভিড পরিস্থিতির কারণে ভোট গণনা করতে অনেক সময় লাগছে। এখনও পর্যন্ত ৮০ লাখের মত ভোট গণনা হয়েছে। যেখানে মোট ভোট পড়েছে চার কোটির মত। মাত্র ২০% ভোট গণনা হয়েছে। ফলে চূড়ান্ত ফলাফল বের হতে নরক দেরি আছে। সন্ধ্যার পরে সবকিছু পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে
দেখেনিন আপডেট:
১৩.৩০: মহাজোট-১০৭, এনডিএ-১২৬, এলজিপি-২, অন্য-৮
১২.৩০: মহাজোট-১০২, এনডিএ-১২৬, এলজিপি-৪, অন্য-১১
১০.৪০: মহাজোট-১০৮, এনডিএ-১২৩, এলজিপি-৬, অন্য-৬
৯.৩০: মহাজোট-১২৬, এনডিএ-১০৯, এলজিপি-৪, অন্য-১
৯.০০: মহাজোট-১১৬, এনডিএ-৯২, এলজিপি-২, অন্য-১
৮.৪৫: মহাজোট-৮৯, এনডিএ-৫৬, এলজিপি-১, অন্য-১
৮.৩০: মহাজোট-৬০, এনডিএ-৩৪
The post বিহারে এখনও পর্যন্ত গণনা হয়েছে মাত্র ২০% ভোট, দেখেনিন এই মুহূর্তের আপডেট appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/32zrPGt
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন