নিউজ ডেস্ক: একুশেই বাংলায় বিধানসভা ভোট। সেই দিকে ভীত প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে একরকম ভোটের ডঙ্কা বাজিয়েই দিয়েছেন। বাংলায় দুই-তৃতীয়াংশ আসন জিতে সরকার গড়বে বিজেপি, দাবি করেছেন অমিত শাহ। দুদিনের বঙ্গ সফরে এসে শেষ পর্বে সাংবাদিক বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তৃণমূল সরকারকে একহাত নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে অমিত শাহ বলেন, ‘‘দিদির একমাত্র লক্ষ্য ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। আপনারা ঠিক করুন, কী চান? পরিবারতন্ত্র না অধিকারতন্ত্র?’’
শুক্রবার শহর ছেড়েছেন অমিত শাহ। এরপরেই ছন্দপতন বিজেপিতে। শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী মৌমিতা বসু। তৃণমূল ভবনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতারাও।
এদিন তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক কাজী আব্দুল রহিম, প্রাক্তন সাংসদ রাধিকা রঞ্জন প্রামাণিকের ছেলে সান্তনু প্রামানিক ও রাজ্য বিজেপি মহিলা মোর্চার সহ-সভাপতি মৌমিতা বসু চক্রবর্তী।
বিজেপির মহিলা মোর্চার ‘সদ্য প্রাক্তন’ জনপ্রিয় নেত্রী মৌমিতা বসু জানিয়েছেন, ‘বিজেপিতে আস্থা হারিয়েছি। দিদির উন্নয়নের ডাকে সাড়া দিয়েই দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছি। আসন্ন বিধানসভা ভোটে দলকে জিতিয়ে উন্নয়নের কান্ডারী হওয়াই আমার লক্ষ।’
The post বড় ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ দিলেন বিজেপির রাজ্য নেত্রী appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3k3tDxq
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন