গত বৃহস্পতিবার ও শুক্রবার বাংলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বাঁকুড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে দেখা করে এবং শুক্রবার সকালে প্রথমে দক্ষিণেশ্বর মন্দির ও পরে কলকাতার বিজেপি নেতা কর্মীদের সাথে দফায় দফায় বৈঠক করেন তিনি। কিন্তু তাকে দুদিনের সফরে অনেক সময় মাস্ক ছাড়াই দেখা গিয়েছে। সেই মাস্ক না পড়ার জন্যই অমিত শাহের ছেলে জয় শাহকে ফোন করে বাবার নামে নালিশ করেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছেলেকে ফোন করে বাবাকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে অমিত শাহকে প্রশ্ন করা হলে তিনি বেশ অবাকই হন। খানিকটা অবাক ও কিছুটা রসিকতার সাথে বলেন, “সত্যি কি মমতা ফোন করেছিলেন?” এবং আরো বলেন, “মমতা আমি রাজ্যে আসায় চিন্তিত না কিন্তু আমি মাস্ক না পরায় চিন্তিত!” প্রসঙ্গত কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই জন্য তিনি পুজোর সময় শারীরিক দুর্বলতার কারণে বাংলা সফরে আসতে পারেননি। কিন্তু এবারও জায়গায় জায়গায় ভিড়ের মাঝেও তাকে মাস্ক ছাড়া দেখা গিয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরে তিনি যতক্ষণ ছিলেন তার মুখে মাস্ক ছিলনা।
ছেলে জয় শাহকে ফোন করে বাবার স্বাস্থ্যের খেয়াল রাখার কথা বলেছেন মমতা। কিন্তু তা সত্বেও বাংলা সফরে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন শাহ। সেই প্রসঙ্গে সাংবাদিকরা শাহকে প্রশ্ন করেছে, যে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখে তার বিরোধিতা কেন করছেন আপনি? এই প্রশ্নের উত্তরে শাহ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নেই। উনি বাংলার প্রশাসনিক প্রধান। তাই কিছু অরাজকতা দেখলে আমি মুখ্যমন্ত্রীকেই তো প্রশ্ন করব। এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমি তো আর কোন ব্যক্তিগত প্রশ্ন করতে যাইনি।”
প্রসঙ্গত, এদিন অমিত শাহকে জিজ্ঞাসা করা হয় রাজ্যে কি সত্যি ৩৫৬ ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। তিনি বলেন একমাত্র রাজ্যপালের সুপারিশেই রাষ্ট্রপতি শাসন জারি করা সম্ভব। তবে শেষে তিনি বিদ্রুপ করে বলেন, আর বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগবে না। আগামী নির্বাচনের পরই বিজেপি ‘সোনার বাংলা’ তৈরি করবে।
from রাজ্য – Bharat Barta https://ift.tt/2JzIjYv
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন