বিয়ের মঞ্চেই কোলে বাচ্চা নিয়ে স্বামীর সঙ্গে নেহা কক্কর, নেটিজেনদের মনে জল্পনা তুঙ্গে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১ নভেম্বর, ২০২০

বিয়ের মঞ্চেই কোলে বাচ্চা নিয়ে স্বামীর সঙ্গে নেহা কক্কর, নেটিজেনদের মনে জল্পনা তুঙ্গে

রোহন বিয়ে করে নিজের নাম বদলে ফেলেছেন নেহা কক্কর। হয়ে উঠেছেন ‘মিসেস সিং’। এই লকডাউনের মধ্যে প্রায় ৭ দিন ধরে বিয়ের অনুষ্ঠান করলেন নেহা-রোহনপ্রীত। বেশ জাঁকজমক ভাবেই বিয়ের অনুষ্ঠান পালন করে এই দুই জুটি। করোনা ভাইরাস ভুলে উল্লাসে মেতে উঠেছিলেন গায়িকা। হলদি, মেহেন্দি, বিয়ে, রিসেপশন সব অনুষ্ঠানই এলাহি ভাবে পালন করেন গায়িকা।

এদিকে নেহার বিয়ের কিছু ছবি সোশ্যাল নিডিয়ায় ভীষণ ভাইরাল হয়। বিয়ে থেকে রিসেপশন সব অনুষ্ঠানেই বাচ্চা কোলে নেহা ছবি তুলেছেন।

বিয়ের সময়েই বারবার কোলে বাচ্চা নিয়ে ছবি, তবে কি তড়িঘড়ি করে বিয়ে করার পিছনে অন্য কোন কারণ আছে? দর্শকদের মধ্যে এই নিয়ে জল্পনা উঠলেও অবশেষে সেই জল্পনার অবসান হয়।

নেহার কোলে এই ছোট্ট বাচ্চাটি নেহার খুব ঘনিষ্ঠ আত্মীয়র সন্তান। যাকে নিয়েই নেহা অনেক ছবি তুলেছেন।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/321gZst

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন