স্বামীর সঙ্গে একা ঘুরতে চান না গর্ভবতী মধুবনী, জানুন কেন? - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

স্বামীর সঙ্গে একা ঘুরতে চান না গর্ভবতী মধুবনী, জানুন কেন?

পুরনো বেড়াতে যাওয়ার একটি ছবি পোস্ট করলেন মধুবনী, দিলেন নতুন ক্যাপশন। লিখেছেন, “এ বার আর শুধু দু’জনে মিলে ঘোরা যাবে না । সত্যি কথা বলতে কী, শুধু দু’জনে মিলে আর ঘুরতে চাইও না।” আসলে আনন্দের খবর হল ‘ভালবাসা ডট কম’ এর নায়িকা মিষ্টি তোড়া এখন মা হতে চলেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই খবর ঘোষণা করে দিয়েছেন এই টেলি অভিনেত্রী। বেবি বাম্প সহ স্বামী রাজা গোস্বামীকে নিয়ে ছবিও শেয়ার করেছেন মধুবনী।

টিভির পরিচিত মুখ মধুবনী গোস্বামী এবার ভরা সংসারে পা রাখতে চলেছেন। প্রেম বিয়ে সব সম্পর্কের পরে মাতৃত্বের স্বাদ নিতে দিন গুনছেন, আর তাই একা ঘুরতে চান না তোড়া। এবারে কোলে ফুটফুটে সন্তান নিয়ে স্বামী রাজার সঙ্গে চুটিয়ে ঘুরতে চান নায়িকা মধুবনী গোস্বামী।

View this post on Instagram

1+1=3 #happiness #smile #prayer #gratitude #blessings

A post shared by Raja Goswami (@raja.goswami007) on



from বিনোদন – Bharat Barta https://ift.tt/2JK704K

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন