জন্মদিনে চুটিয়ে নাচ, ‘রানি মেরে সাথ’ গানে কোমর দোলালেনে রচনা ব্যানার্জি, দেখুন ভিডিও - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ১১ নভেম্বর, ২০২০

জন্মদিনে চুটিয়ে নাচ, ‘রানি মেরে সাথ’ গানে কোমর দোলালেনে রচনা ব্যানার্জি, দেখুন ভিডিও

ভাইরাল হল অভিনেত্রী রচনা ব্যানার্জির জন্মদিনের ভিডিও। ২ অক্টোবর ছিল দিদি নং ১ এর সঞ্চালিকার ৪৬ তম জন্মদিন। সেদিন একেবারে ‘চামেলি’ রূপে দেখা গিয়েছিলো ‘বার্থডে গার্ল’কে। সেদিন রচনা সেজেছিলেন মেরুন শাড়ি ও সবুজ ব্লাউজে। মাথায় ছিল দুই রঙের গাঁদা ফুল। সেদিন তিনি নিজের আরবানার ফ্ল্যাটেই জমিয়ে পার্টি করেছিলেন। জন্মদিনে রচনার জন্য হাজির ছিল বিশেষ কেক। সেই পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী কনিনীকা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, শ্রেয়া পান্ডে সহ রচনার টলিপাড়ার কিছু বিশেষ বন্ধু-বান্ধব। নাচ, গান, আড্ডায় জমে উঠেছিলো দিদি নং ১ এর সঞ্চালিকার আবাসন। ভাইরাল হয় সেদিনের রচনার একটি নাচের ভিডিও।

‘রানি মেরে সাথ, মাল ফুক লে’ গানে ঠুমকা দেন রচনা। এই নাচ ইনস্টাগ্রামে বিভিন্ন পেজ থেকে শেয়ার হয়েছে। রচনাকে সাধারণত এই ধরণের নাচে দেখা যায় না, কিন্ত জন্মদিনের দিন রচনা নিজেকে আর ধরে রাখতে পারেননি। ভিতরের সুপ্ত ইচ্ছা সবসময় বাইরে বেড়িয়ে আসতে চায়, তাই জন্মদিনেও হিন্দি ক্রেজি গানে পারফর্ম করলেন ৪৬ এর তনয়া। বন্ধুদের সঙ্গে হুল্লোড়ে মেতে উঠেছিলেন অভিনেত্রী। চলুন দেখে নিই রচনার বলিউডি ঠুমকা।

 

View this post on Instagram

 

A post shared by Tolly Planet Bangla (@tollyplanetbangla) on



from বিনোদন – Bharat Barta https://ift.tt/38wLcDZ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন