দোকানে ভেতর ঢুকে ঘুমন্ত চারজনকে খুন মানসিক ভারসাম্যহীন যুবকের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

দোকানে ভেতর ঢুকে ঘুমন্ত চারজনকে খুন মানসিক ভারসাম্যহীন যুবকের

আসানসোল: দোকানের ভেতর ঘুমোচ্ছিলেন চারজন। হঠাৎ দোকানের ভেতর ঢুকে সেই চারজনকে বেধড়ক পিটিয়ে খুন করল এক যুবক। অবাক করে দেওয়া এমন ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়ায়। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

জানা গিয়েছে, আসানসোলের জামুড়িয়ায় একটি মদের দোকানে ওই চারজন কাজ করতেন। তারপর কাজ শেষে রাতে দোকানের মধ্যেই ওই চারজন কর্মী ঘুমাতেন। স্বাভাবিকভাবে একদিন রাতেও ঘুমোচ্ছিলেন ওই চার কর্মী। কিন্তু হঠাৎ সাধু মাঝি নামে এক যুবক দোকানের ভেতর ঢুকে ঘুমন্ত ওই চারজনকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে খুন করে ফেলেছে।

প্রাথমিকভাবে লাঠির আঘাতে তাদেরকে বেধড়ক মারার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে স্থানীয় এলাকার মানুষজন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই চারজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কিন্তু হঠাৎ কেন এই খুন, তা নিয়ে সন্দিহান দেখা দিয়েছে।

জানা গিয়েছে, সাধু মাঝি নামে ওই যুবক আপাতদৃষ্টিতে মানসিক ভারসাম্যহীন। এমনকি তাকে বাড়ি থেকেও বের করে দেওয়া হয়। কিন্তু যে চারজন কর্মী খুন হয়েছে, সেই চারজনই সাধু মাঝিকে তাদের দোকানে আশ্রয় দিয়েছিল। কিন্তু আশ্রয় স্থল দেওয়া ওই চারজনকে নিজের হাতে খুন করে ওই যুবক। এই ঘটনা নিতান্তই মানসিক ভারসাম্যহীনতার পরিচয়, নাকি এর পেছনে কোনও রহস্য লুকিয়ে আছে, তা জানার জন্য তদন্তে নেমেছে আসানসোলের জামুরিয়া থানার পুলিশ। ইতিমধ্যেই সাধু মাঝিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/32WZytV

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন