নিউজ ডেস্ক: আজও জামিন হল না অর্ণব গোস্বামীর। পর পর চার দিন জেল হেফাজতে কাটানোর পরেও শুক্রবার বম্বে হাইকোর্ট জামিনের আবেদনে রিজার্ভ রাখলেন। বিচারপতি এস এস শিন্ডে এবং বিচারপতি এম এস কর্ণিক সমন্বয়ে গঠিত দুই বিচারপতির বেঞ্চ আদেশ দিয়েছে যে, অর্ণবকে দায়রা আদালত থেকে জামিন চাইতে হবে। জামিনের জন্য আবেদন করা হলে চার দিনের মধ্যে অবশ্যই দায়রা আদালতকে সিদ্ধান্ত নিতে হবে বলেও আদেশ দিয়েছেন আদালত। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের সম্পাদক-ইন-চিফ অর্ণব গোস্বামীকে রায়ভাদ পুলিশ ২০১৮ সালের এক মামলায় গ্রেপ্তার করে এবং তারপরে আলিবাগ ম্যাজিস্ট্রেট আদালত ১৪ দিনের জেল হেফাজতে প্রেরণ করে।
The post ব্রেকিং: বিপদ বাড়ল অর্ণব গোস্বামীর, আজও জামিন দিল না বম্বে হাইকোর্ট appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3n66RqK
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন