“বদলের সাথে হবে বদলাও”, দুর্গাপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় হুঙ্কার দিলীপ ঘোষের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

“বদলের সাথে হবে বদলাও”, দুর্গাপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় হুঙ্কার দিলীপ ঘোষের

‘বদল ও হবে, বদলা ও হবে’, দুর্গাপুরের বিজেপি কর্মী খুনের প্রতিবাদে এমনটাই হুংকার দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এইদিন সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন,”প্রতিদিনের চিরাচরিত ঘটনাক্রমের শিকার হয়ে তৃণমূলের সন্ত্রাসের শিকার হলেন আরও একজন। বাড়ি থেকে রীতিমত তাকে ডেকে নিয়ে গিয়ে রক্তের পিপাসা মেটায় তৃণমূল। এইবারে শিকার হন দুর্গাপুর পূর্ব বিধানসভার স্বরূপ শো। জানেন তার অপরাধ কি ছিল? তিনি একজন বিজেপি কর্মী ছিলেন, এটাই ছিল তার অপরাধ। ইতিমধ্যেই রাজনৈতিক দৈন্যতায় আক্রান্ত দল তৃণমূলের বিদায়ঘন্টা চার দিকে শোনা যাচ্ছে। এদের শাস্তি দেবে জনগণ। চরম শাস্তি। বদল হবেই, আর সাথে হবে বদলা”।

 

উল্লেখ্য, সম্প্রতি দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার জামগরা গ্রামের একটু দূরে একটি নির্জন ফাঁকা স্থানে পাওয়া যায় ৩৭ বছরের স্বরূপ শোয়ের দেহ। উদ্ধার করে ফরিদপুর থানার পুলিশ। দেহ উদ্ধারের পরে ময়না তদন্তের জন্য পাঠাইয় পুলিশ। সূত্রের খবর, লাউদোহার পারুলিয়া নামক এক গ্রামের বাসিন্দা ছিলেন স্বরূপ শো। তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন রবিবার। তারপর আর বাড়ি ফেরেননি।

 

এইদিন মৃত স্বরূপ শো এর মা এবং ভাই জানান যে এভাবে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি। খুব কম কথা বলতেন সেই সময়ে। তবে বছর খানেক ধরে বিজেপির সাথে যুক্ত বলে জানান মৃত স্বরূপের মা এবং ভাই। পুরো বাড়িতেই তিনি বিজেপির পতাকা লাগিয়ে রেছেছেন। এই ঘটনায় খুবই মর্মাহত গেরুয়া শিবির। পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন,”স্বরূপ শো একজন বিজেপি কর্মী ছিলেন। তাকে ইচ্ছাকৃত ভাবে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। এই খুনের সাথে জড়িত তৃণমূল। তাদের হাত রয়েছে।”

 

ময়নাতদন্তের সময় বিজেপি নেতাদের দেখা যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালেও। অন্যদিকে তৃণমূল হতে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে দুর্গাপুর-ফরিদপুর লকের তৃণমূল সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন,” একটি স্বাভাবিক মৃত্যু নয়ে রাজনীতি করছে বিজেপি। নাটক ছাড়া আর কিছুই করছেন না তারা।”



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3n9ujTP

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন