নিউজ ডেস্ক: ২০১৭ সালে পরীক্ষা হয়েছিল তারপর ওয়েটিং লিস্টে নাম! এখন ২০২০ মাঝে কেটে গেছে ৩টে বছর। বাড়ছে বয়েস, অন্ন সংস্থান বলতে দিন মজুরের কাজ আর টিউশন পড়ানো! ২০১৭ সাল থেকে ২০২০ এই তিন বছর ধরে সহস্রাধিক যুবক যুবতী গ্রুপ ডি পদে কাজ পাওয়ার জন্যে যখন মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছেন। জানা যাচ্ছে বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগ করা হয়নি।
চাকরি প্রার্থীদের অভিযোগ, চাকরির জন্য প্রচুর শূন্য পদ থাকা সত্বেও তিন বছর ওয়েটিং থেকেও চাকরি টা হবে কিনা তার জন্য চাতকের দৃষ্টির মতো রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। তারা কখন আমাদের দিকে দয়ার দৃষ্টি তে তাকাবে,আমাদের চাকরির পাকা খবরটা দেবে। তাঁদের বক্তব্য, আমরা এমন কি অন্যায় করেছি, যে এত বড়ো শাস্তি আমাদের কে দেওয়া হচ্ছে! আন্দোলন করতে গিয়ে পুলিশের চোখ রাঙ্গানি,লাঠি খাওয়া,হাজতবাস কোনটাই বাকি নেই। এমন কি group d ও par ডিপার্টমেন্ট অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে আমাদের কে দেখে তাদের হাসাহাসি আরো অবাক করেছে। তাহলে আমাদের শেষ পরিনতি কি?” অন্য এক চাকরিপ্রার্থী জানালেন মানষিক অবসাদে ভুগতে শুরু করেছি কমবেশি আমরা সকলেই।
আজ মাননীয়া মুখ্যমন্ত্রী, হোম সেক্রেটারি, মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি(P&AR), অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল ভবন এ দুর্গাপূজার আগে সকল wbgdrb ওয়েটিং দের চাকরির দাবিতে “গণ ইমেইল ও গণ টুইট “পালন করেন। ওয়েটিং ক্যান্ডিডেট সুব্রত দেবপ্রধান” বলেন আমরা 19 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ এর মাধ্যমে ওয়েটিং তালিকায় স্থান পেয়েছি, আমাদের বেশিরভাগ কর্মপ্রার্থীকে health department এ GDA পোস্টে নিয়োগ করা হয়।বর্তমানে সেখানে প্রচুর কর্মীর দরকার.
তিনি আরও বলেন আমরা তালিকায় আছি, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে, অথচ আমাদের নিয়োগ করতে অসুবিধা কোথায়? কেন আমাদের প্রতি এত বঞ্চনা?আমাদেরকে কেন ওয়েটিং তালিকায় রাখা হয়েছে? সবাই যদি আপডেটেড ভেকেন্সি পাই, তাহলে wbgdrb ওয়েটিংরা কেন আপডেটেড ভেকেন্সি পাবেনা? যেহেতু health department এ প্রচুর কর্মীর দরকার সুতরাং সকল ওয়েটিংদের নেওয়া হোক।
গত 27/07/2020 তারিখে par ডিপার্টমেন্ট এর ওয়েবসাইট এ আপডেট দেয়,যাদের ওয়েবসাইট এ দিয়েছে অথচ তাদেরকে ফোন করলে বলে “আমাদের কাছে কোনো খবর নেই “সেদিন কার হলো আমরা জানতে পারলাম না,।
ওয়েটিং প্রার্থী সুব্রত দেবপ্রধান আরও বলেন, জানবো কি করে আমাদের ওয়েটিং লিস্টের কোনো পিডিএফ নেই, কার কত rank তার লিস্ট নেই, কতজন ওয়েটিং এ আছি কোনো সংখ্যা নেই, কেন এত গোপনীয়তা,কেন এত লুকোচুরি, মাননীয়ার নিজস্ব ডিপার্টমেন্ট, অথচ আমরা কোনো তথ্য জানতে পারবো না।
পুনরায় তিনি করজোড়ে মানবিক কাতর আবেদন করেন, “নন জয়েনিং ও আপডেটেড ভেকেন্সিতে সকল wbgdrb-2017 wait listed কর্মপ্রার্থীদের দুর্গাপুজোর আগে দ্রুত এম্প্যানেল তালিকায় নাম প্রকাশ করে বিভিন্ন দপ্তরে এ নিয়োগ করে বেকারত্বের তীব্র মানসিক যন্ত্রনা থেকে মুক্তি দিন “।
সেই লক্ষে আজ মহাত্মা গান্ধীর জন্মদিনে মাননীয়া মুখ্যমন্ত্রী, হোম সেক্রেটারি, মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি(P&AR), অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল ভবন এ, দুর্গাপূজার আগে সকল wbgdrb ওয়েটিং দের চাকরির দাবিতে “গণ ইমেইল ও গণ টুইট”এর মাধ্যমে কাতর আবেদন জানান।
চিঠিতে তারা মুখ্যমন্ত্রীকে লিখেন।
মাননীয়া মহাশয়া,
সশ্রদ্ধ প্রণাম নিবেন। আমরা WBGDRB (WEST BENGAL GROUP D RECRUITMENT BOARD)-2017 গ্রুপ-ডি ওয়েটিং প্রার্থী।
বর্তমান সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী 2015 সালে গ্রুপ-ডি পদে 60 হাজার কর্মী নিয়োগের ঘোষণা করেছিলেন। সেই লক্ষ্যেই গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ডও গঠিত হয়। তথ্য অনুসারে, রাজ্যের 63 টি দপ্তরকে শূন্যপদ পূরণের জন্য চিঠি দেওয়া হয় এবং বিভিন্ন দপ্তর থেকে প্রায় 25 হাজার গ্রুপ-ডি শূন্যপদের তালিকাও জমা পড়ে।
গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড প্রথম ধাপে 6000 শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তিতে প্রায় 25 লক্ষ পরীক্ষার্থী আবেদন করে। 2017 সালের 20 শে’মে পরীক্ষা হয়। প্রায় 19 হাজার পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্টারভিউয়ের জন্য মনোনীত হয়। এরপর 18/08/2018 তারিখে 5422 জন selected candidates-এর নামের তালিকা প্রকাশিত হয়। 578 টি শূন্যপদ পূরণ করা হয় নি। তৎসঙ্গে কিছু সংখ্যক প্রার্থীকে ওয়েটিং লিস্টে রাখা হয় কিন্তু নামের তালিকাটি আত্মগোপন রাখা হয়।
উল্লিখিত যে 578 টি শূন্যপদ পূরণ হয়নি অথচ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল পর্যাপ্ত EC ক্যান্ডিডেট পাওয়া না গেলে ওই ক্যাটাগরির NON EC দ্বারা তা পূরণ করা হবে। কিন্তু বাস্তবে তা হলো না অর্থাৎ সরকার তার নোটিফিকেশনকে মান্যতা দিল না।
আমাদের Rank , প্রাপ্ত নং গোপন রেখে আমাদেরকে বঞ্চিত করেছে, RTI এর তথ্য পর্যন্ত আমাদের দেওয়া হয়নি, পরবর্তী কালে বোর্ড ওই তথ্য ওয়েবসাইটে প্রকাশ করবেন বললেও কোনো এক ঘটনাক্রমে জানানো হয় নি যা আমাদের কাছে ধোঁয়াশা। আমাদেরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে নিয়োগ চালিয়ে গিয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
আমরা আর পারছিনা, এবার আমাদের মুক্তি দিন, চারিদিকে আগমনীর বার্তা, পুজোর আগে আমাদের চাকরি সুনিশ্চিত করুন।
আশাকরি, আমাদের আবেদনটি মঞ্জুর করিয়া বাধিত করিবেন।
ভালো থাকবেন, প্রণাম নেবেন।আশাহত করবেননা।
ধন্যবাদান্তে
বিনীত/ বিনীতা
WBGDRB -2017 গ্রুপ-ডি wait listed প্রার্থীবৃন্দ
The post দুর্গাপূজা এর আগে সকল Wbgdrb ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়োগের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে গণ ইমেইল ও গণ টুইট গ্রুপ ডি চাকরি প্রার্থীদের appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3jyGpo3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন