নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ৮০০০ শিক্ষক নিয়োগ করছে আর্মি পাবলিক স্কুল। TET পাশ করা না থাকলেও আবেদন গ্রাহ্য। সম্প্রতি প্রাইমারি ট্রেন্ড টিচার (PRT), ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT), পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT) পদের জন্য প্রার্থী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সোসাইটি। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের প্রায় ১৩৭ টি আর্মি পাবলিক স্কুলের জন্য প্রায় ৮০০০ শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
• PGT পদের জন্য আবেদনকারীকে বিএড এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০% নম্বর সহ স্নাতকোত্তর পাশ হতে হবে।
• TGT পদের জন্য আবেদনকারীকে বিএড এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০% নম্বর সহ স্নাতক পাশ হতে হবে।
• PRT পদের জন্য আবেদনকারীকে স্নাতক ও সেই সঙ্গে বিএড ডিগ্রি বা ২ বছরের ডিপ্লোমা বা ৪ বছরের কোর্স পাশ করতে হবে।
PRT ও TGT পদের জন্য টেট বা সি টেট পাশ বাধ্যতামূলক। তবে টেট পাশ না করা প্রার্থী যদি অন্যান্য যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হন, তাহলে অ্যাডহক ভিত্তিক পদ্ধতিতে তাঁদের নিয়োগ করা হবে।
বয়স সীমা:
অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের সর্বাধিক ৫৭ বছর বয়স হতে হবে।
বিস্তারিত জানতে লগ ইন করুন awesindia.com এ।
এপিএস পিজিটি / টিজিটি / পিআরটি পোস্টের নির্বাচনের পদ্ধতি:
অনলাইন স্ক্রিনিং টেস্ট, সাক্ষাত্কার এবং শিক্ষণ দক্ষতার মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হবে।
আবেদন ফি: ৫০০ টাকা
অনলাইনে আবেদনের শুরুর তারিখ: ০১ অক্টোবর
অনলাইন আবেদনের শেষ তারিখ: ২০অক্টোবর
আরও বিস্তারিত তথ্যের জন্য, প্রার্থীদের সরকারী বিজ্ঞপ্তি পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুণ।
The post ৮০০০ শিক্ষক পদে নিয়োগ করছে আর্মি পাবলিক স্কুল, TET পাশ করা না থাকলেও করা যাবে আবেদন appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2SBt3vn
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন