এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্ব বাজারে নিঃশব্দতার জেরে মঙ্গলবার ভারতের বাজারে হোঁচট খেল সোনা এবং রুপোর দর। এদিন দিনের প্রথম দিকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার ডিসেম্বর ফিউচার প্রাইস ০.১৫ শতাংশ হ্রাস পেয়েছে। যার ফলে প্রতি ১০ গ্রাম সোনার মূল্য দাঁড়ায় ৫০ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে, রুপোর ডিসেম্বর ফিউচার প্রাইসেও পতন ঘটেছে। ০.১২ শতাংশ হ্রাস পেয়ে তখন প্রতি কিলো রুপোর দর উঠেছিল ৬১ হাজার ৮৬৮ টাকা। গতকাল MCX-এ সোনা-রুপোর দামে চূড়ান্ত অস্থিরতা দেখা গিয়েছিল। বেচাকেনা চলাকালীন এক সময় সোনালি ধাতুর দাম পিছলে ৫০ হাজার ৩০ টাকায় চলে গিয়েছিল; যা ছিল দিনের মধ্যে সর্বনিম্ন। তবে বাজার বন্ধ হওয়ার সময় সকালের ক্ষতি সামলে সোনার ফিউচার প্রাইস ০.১ শতাংশ বৃদ্ধি পায়। অন্যদিকে, রুপোর ফিউচার প্রাইসে ১ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছিল। সাম্প্রতিক সময়ের মধ্যে গত ৭ অক্টোবর সোনার দাম শিখর স্পর্শ করেছিল। সেই দিন ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছিল ৫৬ হাজার ২০০ টাকা। সেখান থেকে পতনের পরে গত কয়েকটি সেশনে অস্থিরতা দেখা যাচ্ছে। একইভাবে গত অগস্ট মাসে প্রতি কিলো রুপোর দাম ৮০ হাজার টাকার রেকর্ড গড়লেও তা ধরে রাখা যায়নি। এদিকে, বিশ্ব বাজারে সোনার দাম স্থির আছে। আগের বেচাকেনার দিনে এই মূল্যবান ধাতুর দাম গত দু'সপ্তাহের মধ্যে সর্বাধিক ছিল। সোমবার এক সময় স্পট গোল্ড প্রতি আউন্স পৌঁছে গিয়েছিল ১,৯১৮.৩৬ মার্কিন ডলার, যা গত ২২ সেপ্টেম্বরের পরে সর্বোচ্চ। যদিও বাজার বন্ধ হওয়ার সময় দাম সামান্য কমে দাঁড়ায় ১,৯১২.৪৯ প্রতি আউন্স। আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার খবরে গত ২ অক্টোবর বিশ্ব শেয়ার বাজারে ধস নেমেছিল। লোকসানের আশঙ্কায় লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। তিন রাত হাসপাতালে কাটিয়ে ট্রাম্প ফের হোয়াইট হাউসে ফিরে আসায় লগ্নিকারীদের মধ্যে হারানো আস্থা ফিরে আসছে। গতকাল অন্য মূল্যবান ধাতুগুলির মধ্যে প্রতি আউন্স রুপোর দাম ০.১ শতাংশ বেড়ে হয়েছে ২৪.৩৭ মার্কিন ডলার। ০.১ শতাংশ দাম বেড়েছে প্ল্যাটিনামেরও। এই ধাতুর দাম দাঁড়ায় ৮৯৭.৯৯ মার্কিন ডলার। যদিও প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে ২,৩৫৬.৮৫ মার্কিন ডলার। আরও পড়ুন: এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।।
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/34rQWeG
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন