বুধবার সোনা-রুপোর দর কত? জানুন এক ক্লিকে... - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

বুধবার সোনা-রুপোর দর কত? জানুন এক ক্লিকে...

এই সময় ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধী ডেমোক্র্যাটদের মত পার্থক্যের ফলে এই মুহূর্তে মার্কিন স্টিমুলাস প্যাকেজের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে ফের বাড়তে শুরু করেছে। এর প্রভাব থেকে মুক্তি পায়নি ভারত। বুধবার এদেশের বাজারে ঊর্ধ্বমুখী সোনালি ধাতু। গতকাল এ দেশের বাজারে সোনার দাম ১ শতাংশের মতো হ্রাস পেয়েছিল। করোনার প্রভাব থেকে অর্থনীতিকে চাঙ্গা করতে ১.৮ ট্রিলিয়ন ত্রাণ প্যাকেজের প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু হোয়াইট হাউজের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার ন্যানসি পেলোসি। তাঁর সাফ কথা, ভয়াবহ করোনা মহামারী এবং মন্দার অভিঘাতের তুলনায় এই প্যাকেজ অপ্রতুল। বুধবার মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে () সোনার ডিসেম্বর ফিউচার প্রাইস ০.২৩ শতাংশ বেড়েছে। প্রতি ১০ গ্রাম সোনার দাম ১১৫ টাকা বেড়ে হয়েছে ৫০,৩৬০ টাকা। একইভাবে রুপোর দামও ঊর্ধ্বমুখী। প্রতি কিলো রুপোর দাম বেড়েছে ৩১৫ টাকা। ফলে এর দাম দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৫৭ টাকা। বিশেষজ্ঞদের মতে, বাজারে এই সহায়ক মূল্য ধরে রাখতে সক্ষম হবে সোনা। তবে ৫০ হাজার ৫০০ টাকার কাছাকাছি পৌঁছে বৃদ্ধির ধারা বাধাপ্রাপ্ত হতে পারে। দেশের বৃহত্তম স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যসোসিয়েশনের (IBJA) দেওয়া তথ্য অনুসারে, স্পট মার্কেটে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫১ হাজার ১৪৭ টাকায় বেচাকেনা হচ্ছে। আর প্রতি কিলোগ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৬২ হাজার ১৮৮ টাকা। কোভিড ভ্যাক্সিনের ট্রায়াল এবং মার্কিন স্টিমুলাস প্যাকেজ নিয়ে অনিশ্চয়তার কারণে মঙ্গলবার বিশ্ব বাজারে সোনার দামে পতন নামে। সেইসঙ্গে আন্তর্জাতিক অর্থ বাজারে ডলারের মূল্য বৃদ্ধি এই দুই মূল্যবান ধাতুর দাম কমার কাজকে তরান্বিত করেছিল। এদিন প্রতি আউন্স সোনার দাম গুরুত্বপূর্ণ ১ হাজার ৯০০ ডলারের নীচে চলে যায়। অন্যদিকে, প্রতি ট্রয় আউন্স রুপোর মূল্য দাঁড়ায় ২৪.১৩ মার্কিন ডলার। যার ফলে গতকাল ভারতের বাজার বন্ধ হওয়ার সময় সোনা এবং রুপোর দাম ছিল নিম্নমুখী। আরও পড়ুন: এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2STGGGw

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন