নয়াদিল্লি: প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় যে সকল মানুষ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলবে, তাদের জন্য রয়েছে সুখবর। একাধিক সুবিধা নিয়ে এনেছে তাদের জন্য কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় যে সকল গরিব মানুষ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলবে বা খোলা আছে, তাদের অ্যাকাউন্টে কোনও ব্যালেন্স না থাকলেও তারা পাঁচ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবে। অর্থাৎ সেই সকল অ্যাকাউন্ট হোল্ডারদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
তবে শুধু প্রধানমন্ত্রী জনধন যোজনা আয়তায় অ্যাকাউন্ট খুললেই হবে না। সেই অ্যাকাউন্টকে নিজের আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে। এই লিঙ্ক না হলে সেই অ্যাকাউন্ট হোল্ডার কেন্দ্রীয় সরকার দ্বারা এই সুবিধা পাবে না। ফলে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে বা যারা অ্যাকাউন্ট খুলে রেখেছেন, কিন্তু আধার লিঙ্ক করেননি, তাদের আধার লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আধার লিঙ্ক করলেই এই সুবিধা সেই সকল মানুষরা পাবে যারা প্রধানমন্ত্রী জনধন যোজনা আওতায় ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলবে।
অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ঠিকানা, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি একটি ব্যাঙ্ক বা পোস্ট অফিসের থেকে নেওয়া ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্ম নিকটবর্তী ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জমা করলেই অ্যাকাউন্ট খুলে যাবে এবং অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্টকে নিজের আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করলেই প্রধানমন্ত্রী জনধন যোজনা ওভারড্রাফট-এর মাধ্যমে আপনি শূন্য ব্যালেন্সে যখনই টাকা তুলতে যাবেন, তখন পাঁচ হাজার টাকা তুলতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ঘোষণা করার পর সাধারণভাবেই উৎসব মরশুমে নিম্নবিত্ত পরিবারের মুখে হাসি ফুটেছে।
The post জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করলে আপনি পাবেন পাঁচ হাজার টাকা appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/31aEwa3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন