অবিশ্বাস্য ক্যাচ ধরে প্রশংসা কুড়িয়ে নিলেন চল্লিশ ছুঁই ছুঁই ধোনি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

অবিশ্বাস্য ক্যাচ ধরে প্রশংসা কুড়িয়ে নিলেন চল্লিশ ছুঁই ছুঁই ধোনি

আবুধাবি: যেই চেন্নাই সুপার কিংস একের বেশি আইপিএল চ্যাম্পিয়নের খেতাব জিতেছে, সেই চেন্নাই সুপার কিংস কার্যত এবারে সংযুক্ত আরব আমিরশাহীতে বাসা আইপিএলের আসরে প্রথম থেকেই ধুঁকছে। অধিনায়কের বয়স হয়েছে। এমনটাই সমালোচকরা বলছেন। তার ছাপ পড়েছে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পারফরমেন্সেও। গত বিশ্বকাপের পর সেভাবে দেখা যায়নি ধোনিকে। তারপর সমালোচনা-পর্যালোচনার পর অবশেষে আইপিএল শুরু হওয়ার কয়েক দিন আগে সমস্ত রকম ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহি। কিন্তু আইপিএলে খেলছেন তিনি। তবে খেললেও প্লে-অফে ওঠা সিএসকের কাছে এখন বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। কারণ, একের পর এক ম্যাচ হেরে লিগ টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু এসবের মধ্যে যে মহেন্দ্র সিং ধোনির বয়স হয়েছে বলে সমালোচনা করা হচ্ছে, সেই তিনিই বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যে অসাধারণ ক্যাচ ধরেছেন, তা যথেষ্ট প্রশংসাযোগ্য। এই মুহূর্তে অসামান্য ক্যাচ নিয়ে ক্রিকেটমহলে প্রশংসার ঝড় উঠেছে।

এটা শুধু একটা ক্যাচ হয়তো ছিল না এদিন। কারণ, ধোনির ফিটনেস নিয়ে ইদানিংকালে প্রশ্ন উঠছে। আর সেই সব প্রশ্নের বোধ হয় জবাবটা তিনি এভাবেই কাজে করে দিয়ে দিলেন। চল্লিশ ছুঁই ছুঁই ধোনি এখনও যে একইরকমভাবে ফিট রয়েছেন, তার প্রমাণ হল এই অবিশ্বাস্য ক্যাচটা। উইকেটের পেছনে থেকে শেষ ওভারে ঝাঁপিয়ে পড়ে বলকে নিজের তালুবন্দি করে তিনি বুঝিয়ে দিলেন বয়স শুধুই একটা সংখ্যা মাত্র।

তবে একদিকে যখন তিনি এই ক্যাচের পরিপ্রেক্ষিতে প্রশংসায় মুখরিত হয়ে উঠছেন, ঠিক উল্টো দিকে ধোনির সমালোচকরা আবার বলে উঠেছেন একটা ক্যাচ দিয়ে কারোর ফিটনেস বিচার করা যায় না। যদি তিনি ফিট থাকতেন, তাহলে ব্যাট হাতেও দুরন্ত পারফরম্যান্স দেখাতে পারতেন। অনেকগুলো খারাপ দিনের মধ্যে এটা একটা ভালো দিন মাত্র। এছাড়া আর কিছুই নয়। এভাবেই ধোনি সমালোচকরা নিজেদের যুক্তি খাড়া করেছেন। তবে সে যাই হোক না কেন, ধোনি ভক্তরা এটাই মনে করেন যে, ‘আভি ভি মাহি মার রাহা হে’। এভাবেই ধোনি জবাব দিয়ে যাবেন, এমনটাও মনে করেন তাঁর ভক্তরা।

The post অবিশ্বাস্য ক্যাচ ধরে প্রশংসা কুড়িয়ে নিলেন চল্লিশ ছুঁই ছুঁই ধোনি appeared first on Bharat Barta.



from খেলা – Bharat Barta https://ift.tt/3iBJUc5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন