গত এক দিনে ভারতে বেড়েছে সুস্থতার হার, সুস্থ হয়েছেন ৮২,০০০ এরও বেশি মানুষ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

গত এক দিনে ভারতে বেড়েছে সুস্থতার হার, সুস্থ হয়েছেন ৮২,০০০ এরও বেশি মানুষ

আগের থেকে আরো বাড়ছে করোনা সংক্রমণ। উৎসবের মরশুম এগিয়ে আসতেই লাফিয়ে বাড়ছে করোনার হার। কোনোভাবেই করোনায় রাশ টানা যাচ্ছে না। তবে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের। ভারতে দৈনিক সংক্রমণ ৭২,০৯৯।

এর ফলে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৬৭ লক্ষ। তবে এর মাঝেই খুশির খবর হল আগের থেকে রোজ বাড়ছে সুস্থতার হার। বিগত এক দিনে ৮২,০০০ এরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।  ভারত এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

কিন্তু করোনা থাবা কমানো সম্ভব হয়নি। কারন আনলকে প্রচুর মানুষ আবার বাইরে ঘুরে বেড়াচ্ছেন। করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৪,৫৩,৬৫৩। সব মিলিয়ে যত দিন যাচ্ছে পরিস্থিতি ততো খারাপের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১ লাখ। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রতে আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি, তৃতীয় স্থানে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা প্রায় ১লাখ ৪৪ হাজার। জানা গিয়ে করোনায় ভারতে দৈনিক সংক্রমণ ৭২,০৯৯।

The post গত এক দিনে ভারতে বেড়েছে সুস্থতার হার, সুস্থ হয়েছেন ৮২,০০০ এরও বেশি মানুষ appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/2F7g6X9

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন