সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান অভিনীত ‘সাজন’ আজও জনপ্রিয়। প্রত্যেকটা গান সুপার হিট। এবারে এই সাজন সিনেমার ‘বহুত পেয়ার কারতে হে’ নস্টালজিক গানটির সুর তুলে ধরলেন বছর ১৪ র এক বালক। এসপি বালাসুব্রমনিয়াম এর স্মৃতির উদ্দেশ্যে এই মিউজিকটি প্লে করেছে এই ছেলেটি। যা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়।
প্রসঙ্গত, গত মাসের ২৫ তারিখ হৃদযন্ত্র ও ফুসফুসজনিত সমস্যার কারণে এসপি বালাসুব্রমনিয়াম চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনারা হয়তো জানলে অবাক হবেন যে এই বিখ্যাত শিল্পী বালাসুব্রমনিয়ামের ঝুলিতে আছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
এমনও সময় গেছে, দিনে ১৭ ঘণ্টা বিভিন্ন সুরকারের সঙ্গে কাজ করেছেন তিনি। ১৯৮১ সালে সকাল থেকে রাত পর্যন্ত একদিনেই কন্নড় ভাষায় ২১টি গান গেয়ে রেকর্ড গড়েন তিনি। আজ এই শিল্পিকে এক ক্ষুদে শিল্পী সন্মান জানায় তারই গানের মাধ্যমে। চলুন শুনে নিই সেই নস্টালজিক মিউজিক।
The post এসপি বালাসুব্রমনিয়া্মকে শ্রদ্ধা, ‘বহুত পেয়ার কারতে হে’ গানটির সুর তুললেন ১৪ বছরের বালক appeared first on Bharat Barta.
from বিনোদন – Bharat Barta https://ift.tt/3d1fuPC
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন