নিউজ ডেস্ক: এখনই চলবে না। ৩০ নভেম্বর পর্যন্ত গড়াবে না লোকাল ট্রেনের চাকা। আনলকের ৫-এর (Unlock 5) গাইডলাইনস বলবৎ থাকার মেয়াদ আরও এক মাস বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই গাইডলাইনস এর সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হল। এই নির্দেশিকার লোকাল ট্রেন চলার অনুমতি দিল না কেন্দ্র। ফলে অপেক্ষার পারদ আরও বাড়ছে। তবে বলা হয়েছে, রাজ্য অনুরোধ করলে রেল চালানোর অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট মন্ত্রক।
গত কয়েক দিন ধরেই দেশে করোনার গ্রাফ নিম্নমুখী। দৈনিক সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের নিচে নেমেছে এদিন। ফলে আশা করা হচ্ছিল এবার হয়তো সম্পূর্ণ ছন্দে ফিরবে দেশ। কিন্তু একদিকে উৎসবের মরশুম আর অন্যদিকে শীতকালে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে দেশে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। বিশেষজ্ঞদের সেই সাবধানবাণী মাথায় রেখেই নতুন করে কোনও ছাড় দেওয়া হল না বলে জানা গেছে।
Lockdown shall continue to be implemented strictly in the Containment Zones till 30th November, 2020: Ministry of Home Affairs https://t.co/bfwwQDxm6R
— ANI (@ANI) October 27, 2020
আনলকের ৫-এর নির্দেশিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলি এক ঝলকে দেখে নিন-
1. ৩০ নভেম্বর পর্যন্ত কনটেনমেন্ট জোনে জারি থাকবে কড়া লকডাউন।
2. চলবে না লোকাল ট্রেন। তবে রাজ্য অনুরোধ করলে সংশ্লিষ্ট মন্ত্রক অনুমতি দিতে পারে।
3. এয়ার বাবল ছাড়া আন্তর্জাতিক বিমাল চলবে না।
4. রাজ্য চাইলে স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে।
5. আন্তঃরাজ্য আমজনতা ও মালপত্র পরিবহণে কোনও বিশেষ অনুমতির প্রয়োজন নেই।
6. বদ্ধস্থানে সর্বাধিক ২০০ জন কোনও ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
7.হোটেল-রেস্তরাঁ-বার-পাব-পর্যটনস্থল-জিম-সিনেমা হল খুলে দেওয়া হয়েছ। তবে মানতে হবে করোনা বিধি।
8. চলছে মেট্রোও।
9. মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যমূলক। মানতে হবে সামাজিক দূরত্ববিধিও।
The post লোকাল ট্রেন বন্ধই থাকছে, আনলক পাঁচের গাইডলাইনের মেয়াদ আরও এক মাস বাড়ল appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/34CPQOr
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন