বেসরকারি কর্মচারীদের জন্য মোদী সরকারের দিপাবলী অফার, জানুন... - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

বেসরকারি কর্মচারীদের জন্য মোদী সরকারের দিপাবলী অফার, জানুন...

এই সময় ডিজিটাল ডেস্ক: উৎসব অগ্রিম, বোনাস, ক্যাশ ভাউচার স্কিম! সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে উৎসবের আগে এমনই একগুচ্ছ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। প্রাপ্তির তালিকা এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে যে, অর্থ মন্ত্রক আগামী বছর সরকারি কর্মচারীদের বেতন এবং ডিএ বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছে। এই খবর সত্যি প্রমাণিত হলে আগামী বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তা বড়ই সুখবর। এদিকে, কর্মচারীদের জন্য মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন একের পর এক জনমোহিনী পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তখন হতাশার ছবি ধরা পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। 'আমরা কি কিছু পাব না'? প্রশ্ন তুলেছিলেন বেসরকারি ক্ষেত্রে কর্মরত বহু কর্মী। লক্ষ্মীপুজোর প্রাক্কালে বেসরকারি কর্মচারীদের জন্যও বড় ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য LTC ক্যাশ ভাউচার স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্প অনুসারে, ২০১৮-২১ সালের সময়সীমার LTC কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা লিভ এনক্যাশমেন্টের পরিবর্তে নগদ অর্থে নিতে পারবেন। এবার রাজ্য সরকার এবং বেসরকারি কর্মচারীদের জন্যও LTC ক্যাশ ভাউচার স্কিমের পরিধি ব্যপ্ত করল সরকার। এক্ষেত্রে LTC ক্যাশ ভাউচার স্কিমের আওতায় রাজ্য সরকারি ও বেসরকারি কর্মচারীরা কর ছাড়ের সুবিধা পাবেন বলে বৃহস্পতিবার কেন্দ্রীয় আয়কর দফতরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আরও পড়ুন: সমস্ত শর্ত পূরণ করলে অ-কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে LTC ক্যাশ ভাউচারের আওতায় প্রতি ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৩৬,০০০ টাকা পর্যন্ত কর ছাড়ের সুযোগ পাওয়া যাবে বলে বৃহস্পতিবার CBDT এক বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ্য, অ-কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তালিকায় বেসরকারি কর্মচারী ছাড়াও আছেন রাজ্য সরকারি, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং ব্যাংকের কর্মচারীরা। আরও পড়ুন: এই LTC ক্যাশ ভাউচার ব্যবহারের মাধ্যমে কেনাকাটার শর্তও চাপিয়ে দিয়েছে সরকার। অ-কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এর সম্পূর্ণ সুবিধা নিতে হলে সম্ভাব্য LTC-র জন্য বরাদ্দ প্রাপ্য অর্থের থেকে তিনগুণ বেশি খরচ করতে হবে। সেইসঙ্গে ক্যাশ ভাউচারের মাধ্যমে কেনা যাবে না খাদ্যদ্রব্য বা পেট্রল-ডিজেলের মতো খাদ্য বা জরুরি পণ্য। যে সমস্ত গ্রাহক পণ্যের (যেমন টিভি, ফ্রিজ, AC, ওয়াশিং মেশনি ইত্যাদি) উপরে ১২ শতাংশ GST একমাত্র সেগুলি কিনতে হবে। GST নথিভুক্ত বিক্রেতা বা পরিষেবা প্রদানকারী সংস্থার থেকে ডিজিটাল মাধ্যমে এ বছরের ১২ অক্টোবর থেকে ২০২১ সালের মার্চ মাসের মধ্যে কেনাকাটা করতে হবে। পাশাপাশি জমা দিতে হবে GST ইনভয়েস। ঝিমিয়ে পড়া দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বাজারে পণ্যের চাহিদা সৃষ্টির উপরে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই জন্য উৎসব মরশুমকে বেছে নিয়েছেন মোদী সরকারের অর্থমন্ত্রী। তারই অঙ্গ হিসেবে এই পদক্ষেপ। যদিও মোদী সরকারের এই LTC ক্যাশ ভাউচার বেসরকারি কর্মচারীদের জন্য কতটা লাভজনক হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/31XgdNk

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন