উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে বড় আপডেট, চলতি বছরেই হতে পারে নিয়োগ, আগামীকাল শুনানি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে বড় আপডেট, চলতি বছরেই হতে পারে নিয়োগ, আগামীকাল শুনানি

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে আটকে রয়েছে স্কুলের উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া। বেশ কিছু অনিয়মের অভিযোগে বেশ কিছু চাকরি প্রার্থী আদালতে মামলা দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। ফলে আটকে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এই অবস্থায় মামলাটি আবারও কোর্টে উঠছে শুনানির জন্য। এই মামলার শুনানি আগামীকাল, বুধবার সকাল এগারোটার দিকে হতে পারে।

এদিকে গত শুনানির পরিপ্রেক্ষিতে বেশ কিছু নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী মৌসুমি ভট্টাচার্য। আদালত উচ্চ প্রাথমিক সংক্রান্ত সমগোত্রীয় মামলাগুলোর শুনানি শেষ করতে চায় পুজোর ছুটির আগে। আদালতের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষে এডভোকেট জেনারেলকে তার সাবমিশন 14/10/2020 তারিখে শেষ করতে অনুরোধ করা হয়েছে। পিটিশনারদের 16/10/2020 তারিখেই তাদের বক্তব্য শেষ করতে বলা হয়েছে। তারিখে যে যার বক্তব্য পেশ করবে তার নিরিখে লিখিত নোট গুলো জমা 19/10/2020 করতে বলা হয়েছে। জমা করা লিখিত নোটের উপর আলোচনা হবে 21/10/2020 তারিখে, যদি কোনো স্পষ্টতার প্রয়োজন পড়ে তবে সেগুলো এই দিনেই শেষ করতে হবে। সমস্ত পক্ষকে পুজোর ছুটির আগে তাদের সবটুকু দিয়ে শুনানি শেষ করতে বলা হয়েছে। সকলেই যেন সদর্থক ভূমিকা নেয় এই শুনানি পর্ব শেষ করতে তাঁর অনুরোধ জানিয়েছে আদালত।

দ্রুত কেস মিটিয়ে চলতি বছরেই নিয়োগপত্র দেওয়ার ব্যাপারে সচেষ্ট কমিশন বলে জানা গেছে। হাইকোর্টের রায় হাতে আসার পরে দুটি ফেজে কাউন্সেলিং করা হবে। অনলাইনে কাউন্সেলিং করার জন্যে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে কমিশন। এর জন্য ৭ সদস্যের টাস্ক ফোর্সও তৈরি করা হয়েছে। অনলাইনে কাউন্সেলিং এর পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেই কিভাবে নিয়োগপত্র দেওয়া যায় তা খতিয়ে দেখছে টাস্ক ফোর্স।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছরের বেশি সময় আটকে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ২০১৪ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ২০১৫ সালে নেওয়া হয় টেট পরীক্ষা। অনেক বিতর্কের পরে ২০১৯ সালে ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়। তাতেও অনিয়মের বহু অভিযোগ ওঠে। আদালতের দ্বারস্থ হন অনেকেই। এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের জেরে আটকে আছে। আগামীকাল কলকাতা হাইকোর্টে রয়েছে সেই মামলার শুনানি।

The post উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে বড় আপডেট, চলতি বছরেই হতে পারে নিয়োগ, আগামীকাল শুনানি appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3dqMSzn

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন