নাগাল্যান্ড ভারতের বাইরে হওয়ায় ডেলিভারি হবে না, বিতর্কিত মন্তব্য ফ্লিপকার্টের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১০ অক্টোবর, ২০২০

নাগাল্যান্ড ভারতের বাইরে হওয়ায় ডেলিভারি হবে না, বিতর্কিত মন্তব্য ফ্লিপকার্টের

নাগাল্যান্ড: করোনা পরিস্থিতির মধ্যে এবারে উৎসব মরশুমে অনেকেই অনলাইন শপিং নির্ভর বেশি হয়ে পড়েছে। আবার অনেকে আছে যারা বারো মাস অনলাইন শপিং সাইট থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আর এই অনলাইন শপিং অ্যাপগুলির মধ্যে অন্যতম হল ফ্লিপকার্ট। কিছুদিনের মধ্যেই পুজো স্পেশাল ‘বিগ বিলিয়ন ডে’ শুরু হতে চলেছে ফ্লিপকার্টে। আর তার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিজ্ঞাপন দিতে শুরু করেছে ফ্লিপকার্ড কর্তৃপক্ষ। কিন্তু এমন বিজ্ঞাপন দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন নাগাল্যান্ডের এক ক্রেতা। তিনি জানিয়েছেন, তিনি অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করার সময় তাকে ফ্লিপকার্টের তরফ থেকে জানানো হয় যে, নাগাল্যান্ড ভারতের বাইরে এবং তাই সেখানে ফ্লিপকার্ট থেকে কোনও কিছু ডেলিভারি করা যাবে না। অনলাইন শপিং সংস্থার এ হেন আলটপকা মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে এই অনলাইন শপিং সংস্থা।

অনেক ইউজাররা আবার বলেছেন, ভারতে ব্যবসা করার আগে ফ্লিপকার্টে ভারতের ভূগোল, ইতিহাস সম্পর্কে বিস্তারিতভাবে জানা উচিত ছিল। এভাবে সমালোচনা করে কার্যত ফ্লিপকার্টকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা চলছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ফ্লিপকার্টকে নিয়ে মিমের ছড়াছড়ি হয়েছে। তবে এসব কিছুর এতটুকু প্রতিবাদ না করে বিনা বাক্য ব্যয়ে কার্যত নির্ভেজাল ক্ষমা চেয়ে নিয়েছে ফ্লিপকার্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে ফ্লিপকার্টের থেকে ক্ষমা চেয়ে বলা হয়েছে, তারা অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। ভারতে অনলাইন শপিং সংস্থা হিসেবে দেশের যে কোনও প্রান্ত থেকে আসা অর্ডার সেই প্রান্তে ডেলিভার করতে ফ্লিপকার্ট বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছে ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। তবে এতে খুব একটা বরফ গলেনি, এমনটা বলাই যায়।

The post নাগাল্যান্ড ভারতের বাইরে হওয়ায় ডেলিভারি হবে না, বিতর্কিত মন্তব্য ফ্লিপকার্টের appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/3luvEDY

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন