নাতির আগমনে শিহরিত দাদু, নতুন নাম পেল চিরঞ্জীবী-মেঘনার প্রথম সন্তান - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

নাতির আগমনে শিহরিত দাদু, নতুন নাম পেল চিরঞ্জীবী-মেঘনার প্রথম সন্তান

৩৯ এ বিদাই নিয়েছিলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা চিরঞ্জিবি সরজা। রেখে গেছেন প্রিয় বন্ধু ও স্ত্রী মেঘনা রাজ। অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় একলা হয়ে যান মেঘনা রাজ। মাত্র দুই বছরের বৈবাহিক জীবনের মধ্যে অকাল বৈধব্য নেমে আসে। চোখে জল এলেও হবু সন্তানের কথা ভেবে নিজেকে বুঝিয়েছিলেন একজন স্ত্রী। চিরঞ্জিবির অকালমৃত্যু পুরো শিল্প জুড়ে শোকের ছায়া ঘনীভূত হয়েছিলো। কিন্তু একজন হবু মা সেই বেদনা নিঃশব্দে লালন করেছিলেন। এরপরেই আসে সেই শুভখন যেদিন চিরঞ্জিবি সরজা ও মেঘনা রাজের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। পুত্র সন্তান জন্মের পরে সকলের মুখে সেদিন একটাই কথা ছিল “আমার চিরু ফিরে এসেছে”।

এদিকে, সুন্দর রাজ (Sundar Raj) তাঁর নাতির জন্য ডাক নাম ঠিক করে ফেলেছেন। তিনি বলেছেন যে তিনি তাকে চিন্টু (Chintu) বলে ডাকবেন। এই সন্তান চিরুর ছেলে চিন্টু। এই সন্তান সমস্ত চিন্তে (চিন্তাগুলি) কেড়ে নিতে উপস্থিত হয়েছে। চিন্টুর আগমনে সকলেই খুব শিহরিত। এদিন সুন্দর রাজ এও জানান যে তিনি খুব শীঘ্রই নাতির নামকরণ অনুষ্ঠানটি একটি দুর্দান্ত পদ্ধতিতে অনুষ্ঠিত করবেন।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3jGrhEt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন