উত্তরপ্রদেশ: হাথরস কান্ড নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। প্রথম থেকে উত্তরপ্রদেশে পুলিশের গাফিলতি, যোগী সরকারের নীরবতা পালন, সবকিছুতে কার্যত ফুসছিল গোটা দেশ। এমন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বধরার উত্তরপ্রদেশে যাওয়া, এইসব ঘটনা কার্যত বেশ খানিকটা চেপে রেখেছে যোগী সরকারকে। আর তাই শেষমেষ নির্যাতিতার পরিবারকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আশ্বাস দিয়েছিলেন যে, ফাস্ট ট্রাক আদালতে এই মামলার বিচার হবে। তারপর এলাহাবাদ হাইকোর্ট ধাক্কা এবং রাজ্যে প্রবল বিক্ষোভের মুখে পড়ে কার্যত হাথরস কান্ডকে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। আর এবার সেইমতো এই ঘটনার তদন্তভার কাঁধে তুলে নিল সিবিআইয়ের গাজিয়াবাদ শাখা।
উত্তরপ্রদেশ পুলিশ বারবার বলেছে ওই দলিত নির্যাতিতা তরুণীর শরীরে কোনওরকম ধর্ষণের উল্লেখ মেলেনি। তারপরেও বিরোধী শিবির যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ সৃষ্টি করছে, তাতে চাপে পড়েছে ইতিমধ্যেই যোগী সরকার। তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সিবিআইয়ের গাজিয়াবাদ শাখা এবার এই ঘটনার তদন্ত শুরু করবে।
দলিত তরুণীকে ধর্ষণের অভিযোগের পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ পুলিশ গোটা দেশে বিক্ষোভ, দাঙ্গা-হাঙ্গামার যে অভিযোগ এনেছে, তারও তদন্ত করবেন সিবিআইয়ের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সব মিলিয়ে এই ঘটনায় পরবর্তী সময়ে কী নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার।
The post হাথরস কান্ডের তদন্তভার নিল সিবিআই appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/3djabew
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন