নিউজ ডেস্ক: উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার আজকের শুনানি শেষে হল। আবার তারিখ দেওয়া হল। এই মামলার পরবর্তী শুনানির তারিখ ৯ অক্টোবর, শুক্রবার। আগামী শুনানি বেলা ১২.০০ টার দিকে শুনানি হবে। ওইদিন আবার কমিশনের পক্ষে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট জেনারেল কিশোর কুমার দত্ত।
আটকে থাকা এই মামলার শুনানি আজ সোমবার, সকাল ১১.০০-এর পরেই শুরু হয়। বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে ৩ নম্বর কোর্টের ১ নম্বর সিরিয়ালে ছিল। আজ স্কুল সার্ভিস কমিশনের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর কুমার দত্ত কমিশনের স্বচ্ছতার বিষয়ে বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্ঠা করেন। এক ঘন্টার কিছু বেশি সময় ধরে শুনানি চলে। তবে অ্যাডভোকেট জেনারেলের বলা এখনও শেষ হয়নি। তিনি আগামী শুনানিতে বলবেন বলে জানা গেছে।
গত শুনানিতে অ্যাডভোকেট জেনারেল নিজের বক্তব্য তুলে ধরেন। সেই সঙ্গে তিনি বলেন সমস্ত তথ্য দিতে তাঁর আরও কিছু ডেট লাগবে। আজও তিনি বেশ কিছু তথ্য তুলে ধরেন। আগামী শুনানিতেও তিনি কিছু তথ্য দেবেন। ফলে মামলার রায় হতে আরও কিছু সময় লাগতে পারে বলে মনে হচ্ছে। আজ আক্তারুল ইসলাম বনাম রাজ্য সরকার এবং ভানু রায় বনাম রাজ্য সরকার, এই দুটি মামলা বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হয়। আজও বলা শেষ হয়নি কিশোর দত্তের। এদিন অ্যাডভোকেট জেনারেল বিগত দিনের বেশ কিছু মামলার তথ্য তুলে ধরেন যেগুলো এসএসসির পক্ষে গিয়েছিল। আগামী শুনানিতে টেট ওয়েটেজ বৃদ্ধি সম্পর্কে বলবেন বলে জানা গেছে। এরপর বিচারপতি মৌসুমি ভট্টাচার্য জানিয়ে দেন পরবর্তী শুনানি হবে ৯ অক্টোবর।
The post আবার তারিখ: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার পরবর্তী শুনানি ৯ অক্টোবর appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2Swcy3O
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন