নিউজ ডেস্ক: আবারও ভুয়া বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলল দেশে। দেশ জুড়ে ২৪ বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে এক তালিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এই ২৪টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা তৈরি করে তা প্রকাশ করেছে ইউজিসি। অবাক করার মত বিষয় হল এই ২৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম রয়েছে বাংলার দুটি বিশ্ববিদ্যালয়ের। সবথেকে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় আছে উত্তরপ্রদেশে। এর পরেই দিল্লির নাম।
এই ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮টি বিশ্ববিদ্যালয় আছে উত্তরপ্রদেশে। ৭টি রয়েছে দিল্লিতে। পশ্চিম বাংলার কলকাতায় আছে দুটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।
ইউজিসি সচিব রজনীশ জৈন জানিয়েছেন, এই ২৪টি বিশ্ববিদ্যালয় কোনরকম অনুমতি ছাড়াই চলছে। এদের ডিগ্রী দেওয়ার কোনো অধিকার নেই। পড়ুয়াদের সুবিধার কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে।
দিল্লির সাতটি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম রয়েছে – কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি, ভোকেশানাল ইউনিভার্সিটি, এডিআর সেন্ট্রিক জুরিডিসিয়াল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর এমপ্লয়মেন্ট এবং আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়।
উত্তরপ্রদেশের আটটি ভুয়ো বিশ্ববিদ্যালয় হল বারাণসীয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, মহিলা গ্রাম বিদ্যাপীঠ, গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, নেতাজি সুভাষ চন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি আলিগড়, উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়, ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি।
এছাড়া উড়িষ্যা, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র,পুদুচেরিতে একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে টাকা দিয়ে এই সমস্ত বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছেন। এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাশ করার পর তার কোনো দাম নেই বলে জানিয়েছেন ইউজিসি। এই ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রতারণার স্বীকার হচ্ছিলেন পড়ুয়ারা।
The post দেশের মোট ২৪টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল ইউজিসি, তালিকায় বাংলার দুই appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/36TXsNU
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন