দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা করলে ঘটতে পারে আরও বড় বিপর্যয়! সতর্ক করলেন WHO প্রধান - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা করলে ঘটতে পারে আরও বড় বিপর্যয়! সতর্ক করলেন WHO প্রধান

নিউজ ডেস্ক: গোটা বিশ্বেই প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা ইতিমধ্যেই ২ কোটি ৫৬ লক্ষ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৫৪ হাজার ৮৬০ জনের। এর মধ্যেই বিশ্বের একাধিক দেশ ‘আনলক’ প্রক্রিয়ার মাধ্যমে একটু একটু করে সবকিছু স্বাভাবিক করছে। এরই মাঝে সতর্কবার্তা শোনালেন WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus)।

সোমবার একটি ভিডিয়ো বার্তায় WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস বলেন, “তাড়াহুড়ো করে জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা ডেকে আনতে পারে আরও বড় বিপর্যয়! বিগত ৮ মাস ধরে আমরা এই মহামারির সঙ্গে লড়াই করে চলেছি। এই পরিস্থিতির সঙ্গে লড়তে লড়তে মানুষ এখন ক্লান্ত হয়েছে পড়েছেন এবং তাঁরা এখন আগের মতো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান। তবে কোনও দেশই এমন দাবি করতে পারে না যে, বিপর্যয়ের দিন ফুরিয়েছে।”

এরপর তিনি আরও বলেন, “এই ভাইরাসটি সহজেই ছড়িয়ে পড়তে পারে তাই এর সংক্রমণ থেকে বাঁচতে আমাদের সকলকেই আরও সতর্ক থাকতে হবে। যাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, তাঁদেরকে রক্ষা করতে হবে। এর জন্য চূড়ান্ত নজরদারি প্রয়োজন।”

The post দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা করলে ঘটতে পারে আরও বড় বিপর্যয়! সতর্ক করলেন WHO প্রধান appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3h64gK5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন