নয়াদিল্লি: JEE ও NEET পরীক্ষা নিয়ে মন্ত্রীদের আবেদনের ভিত্তিতে আজ, শুক্রবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। গত ১৭ আগস্ট শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনা করার আবেদন জানায় পশ্চিমবঙ্গ সহ ছয় রাজ্যগুলি। সেই আবেদনের ভিত্তিতে আজ, শুক্রবার ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। যদিও ১ সেপ্টেম্বর থেকে JEE পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং তা শেষ হবে ৬ সেপ্টেম্বর। অন্যদিকে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে NEET পরীক্ষা শুরু হওয়ার কথা।
পশ্চিমবঙ্গ সহ আরও যে পাঁচটি রাজ্য আবেদন করেছে সেই রাজ্যগুলি হল, ঝাড়খন্ড, পাঞ্জাব, চন্ডিগড় ও রাজস্থান। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বি আর গাওয়াই এবং বিচারপতি কৃষ্ণ মুরারিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আবেদন খতিয়ে দেখবেন। রাজ্যগুলির মন্ত্রীদের আবেদনের ভিত্তিতে পুরোদস্তুর শুনানি হওয়া প্রয়োজন কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, রাজ্যগুলির মন্ত্রীদের আবেদনে বলা হয়েছে যে, গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্ট JEE ও NEET পরীক্ষাকে কেন্দ্র করে যে রায় দিয়েছে, তাতেই ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি থাকতে পারে। এমনকি পরীক্ষা হলে এসে পরীক্ষা দেওয়া বা যাতায়াতের ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি হতে পারে বলেও তারা আবেদন করেছেন। সেই আবেদনের ভিত্তিতে আজ ফের শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে।
যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, প্রত্যেক পরীক্ষার্থীর সুরক্ষার কথা ভাববে কেন্দ্র। কিন্তু তাও রাজ্যগুলি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সহমত পোষণ করেনি। তবে কেন্দ্রের এহেন আশ্বাসের ফলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, যতই করো করোনা আবহ উদ্বেগজনক হোক না কেন কারোর জীবন থেমে থাকতে পারে না এবং ছাত্র-ছাত্রীদের একটা বছর নষ্ট করার কোনও মানে হয় না। তাই পরীক্ষা নেওয়ার পক্ষেই রায় দান করা হয়। কিন্তু সেই রায়কে পুনর্বিবেচনা করার আবেদন জানায় রাজ্যগুলি। সেই আবেদনের ভিত্তিতে পুনরায় শুনানি হবে আজ, শুক্রবার। এই শুনানিতে কী বেরিয়ে আসে, এখন সেটাই দেখার।
The post JEE ও NEET পরীক্ষা নিয়ে আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/2Z4KWGQ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন