
কলকাতা: ক্রিকেটে বেটিং চক্র ব্ন্ধ করার বহু চেষ্টা করেছেন তাবড় তাবড় ক্রিকেটের প্রশাসনিক কর্তারা। কিন্তু ক্রিকেট ও বেটিং চক্রের যে সম্পর্ক তা যেন আজও রয়ে গিয়েছে। দেশে করোনা পরিস্থিতির জন্য সুদূর সংযুক্ত আরব আমিরশাহীতে বসেছে এবারের আইপিএলের আসর। কিন্তু ভৌগোলিক দূরত্ব থাকলেও আইপিএল নিয়ে বেটিং চলছে খোদ কলকাতায়। বৃহস্পতিবার আইপিএল চলাকালীন তল্লাশি চালিয়ে ন’জন বেটিং চকরের পান্ডাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ গুন্ডা দমন শাখা।
জানা গিয়েছে, ওই ন’জন বেটিং চক্রের পান্ডার কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা, 17টি মোবাইল ফোন, 14টি ল্যাপটপ, তিনটি টিভি ও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হেয়ার স্ট্রিট, পার্কস্ট্রিট, বটতলা ও যাদবপুর থানায় একটি মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আগামিকাল, শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। তবে এই ন’জনের পেছনে কোনও বড়সড় বেটিং চক্রের মাথা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ গুন্ডা দমন শাখা।
প্রসঙ্গত, এর আগেও বহুবার বেটিং চক্রের কারণে কলকাতার নাম উঠে এসেছে। আর এবার নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ গুন্ডা দমন শাখা। আইপিএল চলাকালীন বহুবার বেটিং চক্রের পর্দা ফাঁস করা হয়েছে। তবে এবারে ভাবা হয়েছিল দেশের বাইরে আইপিএল হওয়ার ফলে বেটিং চক্র সম্ভব হবে না। কিন্তু এই ভাবনা যে আদৌ ভুল, তা আইপিএল শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই প্রমাণিত হয়ে গেল। তিলোত্তমার বুকে এমন বেটিং চক্র চালানোর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
The post আইপিএল চলাকালীন বেটিং চক্র পর্দা পর্দা ফাঁস, গ্রেফতার ন’জন appeared first on Bharat Barta.
from খেলা – Bharat Barta https://ift.tt/3i46Hgx
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন