প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন

নিউজ ডেস্ক: এবার রাজ্যের মাদ্রাসাগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করল মাদ্রাসা সার্ভিস কমিশন। মামলার কারণে কয়েক বছর থমকে থাকার পর আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন।

এবার রাজ্যের মাদ্রাসাগুলোতে প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। ৬ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে কমিশনের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানান হয়েছে। পরীক্ষা হবে অক্টোবর মাসের শেষের দিকে হবে।

কিছু দিন আগে মাদ্রাসা সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা অক্টোবর মাসে নেওয়া হবে। যদিও করোনার পরিস্থিতির উপর গোটা বিষয় নির্ভর করছে। রাজ্যে বর্তমানে রাজ্যে সরকারি সাহায্যে চলা ৬১৪টি মাদ্রাসা আছে। মামলা চলার ফলে ২০১৪ সালের পর মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কোনও পরীক্ষা নিতে পারেনি। ফলে অধিকাংশ মাদ্রাসা প্রধান শিক্ষক ছাড়াই চলছে। এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন।

উল্লেখ্য, শীর্ষ আদালতের রায়ে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধতা পেয়েছে আগেই। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, কমিটির দাবিকে মান্যতা না দিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বৈধতা দেয়। ফলে এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আইনি কোনও ঝামেলা নেই।

The post প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2YVlbst

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন