
৭৪ বছর বয়সেই প্রয়াত হলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী এসপিবি বালাসুব্রহ্মন্যম। করোনায় আক্রান্ত হয়েছিলেন এই শিল্পী। ভর্তি ছিলেন চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালে। ৫ ই আগস্ট থেকে তাঁর শারীরিক অবনতি ঘটছিল। সেদিন থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। হিন্দি, তামিল, কন্নড়, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। আশা ভোঁসলে ও লতা মঙ্গেস্করের সঙ্গে জুটি বেধে অনেক হিন্দি গান গেয়েছেন তিনি।
তাঁর কিছু জনপ্রিয় গানের তালিকা – ‘ Tere Mere Beech Main’, ‘Ham Bane Tum Bane’, ‘ Pehla Pehla Pyar’, ‘Didi Tera Dewar Deewana’ ও আরও অন্যান্য।
The post সঙ্গীত জগতে নক্ষত্রপতন, ইহলোক ত্যাগ করলেন এসপিবি বালাসুব্রহ্মন্যম appeared first on Bharat Barta.
from বিনোদন – Bharat Barta https://ift.tt/342u5G6
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন