আজ রাজ্য সরকারি কর্মীদের ‘ডিএ মামলার রায়’ এর অবমাননার মামলার শুনানি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

আজ রাজ্য সরকারি কর্মীদের ‘ডিএ মামলার রায়’ এর অবমাননার মামলার শুনানি

নিউজ ডেস্ক: রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে ‘ডিএ মামলার রায়’ এর অবমাননার মামলাটির ভার্চুয়াল শুনানি আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার হবে। রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবি সর্দার আমজাদ আলি এই ভার্চুয়াল শুনানিতে অংশ নেবেন। আজ দুপুরে ১২.৩০ এর দিকে ভার্চুয়াল শুনানি হবে।

এর আগে সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী, কেন্দ্রীয় হারে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)। তিন মাসের মধ্যে সর্বভারতীয় স্তরে মূল্য সূচকের ভিত্তিতে রাজ্যের মুখ্য সচিবকে সব প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিল স্যাট। এরপর স্যাটের এই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশনের আবেদনে মামলা দাখিল করে রাজ্য সরকার। সেই মামলারই রায়ও রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যায়।

বিচারপতি রঞ্জিত কুমার বাগের ডিভিশন বেঞ্চ রাজ্যের রিভিউ পিটিশন বাতিল করে দেয়। আদালত জানিয়ে দেয় এই মামলা আর চলার কোনো মানেই হয়না। কোর্ট আগেই ফয়সালা দিয়ে দিয়েছে। ফলে রাজ্যকে আগের মামলার রায় অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে বলে জানানো হয়।

যদিও এখনও পর্যন্ত রাজ্য তেমন কোনো উদ্যোগ দেখায়নি। ফলে আদালত অবমাননার অভিযোগে ফের আদালতের দ্বারস্থ হয় কর্মচারী সংগঠন। সেই মামলার ভার্চুয়াল শুনানি আজ হবে।

The post আজ রাজ্য সরকারি কর্মীদের ‘ডিএ মামলার রায়’ এর অবমাননার মামলার শুনানি appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3323sln

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন