ফের গ্রাহকদের মাথায় হাত, বিপুল বাড়তে চলেছে মোবাইলের খরচ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

ফের গ্রাহকদের মাথায় হাত, বিপুল বাড়তে চলেছে মোবাইলের খরচ


এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী মোবাইল পরিষেবার জন্য় খুব শিগগির আম আদমির পকেটে আরও টান পড়তে চলেছে। আগামী ছ'মাসের মধ্যে মোবাইলের মাশুল বৃদ্ধির ইঙ্গিত দিলেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। তাঁর মতে, এত সস্তায় ইন্টারনেট ডেটা দিলে দেশের টেলিকম শিল্প খুব তাড়াতাড়ি মুখ থুবড়ে পড়বে। যে কারণে ইন্টারনেট ডেটা প্ল্যানের দাম বাড়ানো প্রয়োজন। বর্তমানে প্রতি মাসে ১৬ জিবি ডেটা ব্যবহারের জন্য় ভারতীয়দের গড়ে ১৬০ টাকা খরচ করতে হয়। টেলিকম শিল্পের প্রেক্ষিতে এটিকে ট্রাজেডি বলে আখ্যা দিয়েছেন তিনি। এদিন নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, 'হয় এই টাকায় প্রতি মাসে ১.৬ ডিজি ডেটা ব্যবহার করুন অথবা আরও অনেক বেশি টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। ইউরোপ বা আমেরিকার মতো আমরা ৫০-৬০ মার্কিন ডলার চাইছি না। কিন্তু মাত্র ২ মার্কিন ডলারের বিনিময়ে প্রতি মাসে গ্রাহকদের ১৬ জিবি ডেটা দিতে টেলিকম সংস্থাগুলি অচিরেই মুখ থুবড়ে পড়বে।' যে কোনও টেলিকম সংস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রাহক পিছু তাদের গড়ে প্রতি মাসে কত টাকা আয় হচ্ছে। এই বিষটিকে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বা ARPU-র ভিত্তিতে নির্ধারণ করা হয়। গত বছর ডিসেম্বর মাসে ফোনকল ও ডেটা চার্জ বাড়িয়েছিল এয়ারটেল। যার ফলে সংস্থার আয় বেড়েছে। গত ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে এয়ারটেলের ARPU বেড়ে হয়েছে ১৫৭ টাকা। এদিকে, সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের চাহিদা বেড়েছে। যার ফলে আগামী ছ'মাসের মধ্যে তাঁদের ARPU বেড়ে ২০০ টাকা ছাড়িয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান। আরও পড়ুন: যদিও এই বৃদ্ধিতেও সন্তুষ্ট নন সুনীল ভারতী মিত্তল। তাঁর মতে, ব্যবসা টিকিয়ে রাখতে গেলে টেলিকম সংস্থাগুলির মাসে প্রতি গ্রাহক পিছু গড়ে অন্তত ৩০০ টাকা আয় হওয়া প্রয়োজন। কিন্তু বর্তমানে এদেশে ইন্টারনেট ডেটার মূল্য অত্যন্ত কম হওয়ায় সেই লক্ষ্যে পৌঁছনো সম্ভব হচ্ছে না। যে কারণে ইন্টারনেট ডেটার মূল্য বৃদ্ধির পক্ষে জোর সওয়াল করেছেন তিনি। গত ডিসেম্বরে এয়ারটেল বিভিন্ন প্ল্যানের দর বাড়ানোর পরে ভোডাফন-আইডিয়া, বিএসএনএল এবং সেই পথ ধরেছিল। আগামী দিনে এয়ারটেল ফের যদি মোবাইল প্ল্যানের দাম বাড়ায় বাকি সংস্থাগুলিও পিছিয়ে থাকবে না বলে মত পর্যবেক্ষক মহলের। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/32lJKjd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন