অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের একদিন পর, বৃহস্পতিবার উস্কানিমূলক মন্তব্য করলেন সর্বভারতীয় ইমাম সমিতির সভাপতি সাজিদ রশিদি। তিনি তাঁর অনুগামীদের আশ্বস্ত করে বলেন, এই মন্দিরটি ভেঙে দেওয়ার পর এখানে একটি মসজিদ নির্মাণ করা হবে। একইসঙ্গে তিনি এও বলেন যে, অযোধ্যার বিতর্কিত জমিতে কোনও মন্দির ভেঙে বাবরি মসজিদ গড়ে তোলা হয়নি।
রাম মন্দির ও বাবরি মসজিদ বিতর্ক প্রসঙ্গে সাজিদ রশিদি এদিন বলেন, ‘ইসলাম বলেছে একটি মসজিদের জায়গায় সর্বদা মসজিদই হবে। অন্য কিছু তৈরি করার জন্য এটি ভাঙা যাবে না। আমরা বিশ্বাস করি এখানে মসজিদ ছিল এবং এখানে মসজিদই থাকবে। মন্দির ভেঙে গড়ে তোলা হয়নি মসজিদটি। তবে এবার মসজিদ নির্মাণের জন্য মন্দিরটি ভেঙে ফেলা হবে।’ তিনি এদিন আরও বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যাতে রাম মন্দির ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন।
Islam says a mosque will always be a mosque. It can't be broken to build something else. We believe it was, and always will be a mosque. Mosque wasn't built after demolishing temple but now maybe temple will be demolished to build mosque: Sajid Rashidi, Pres, All India Imam Assn pic.twitter.com/DzlbYQ3qdm
— ANI (@ANI) August 6, 2020
প্রসঙ্গত, গতকাল অযোধ্যার রাম জন্মভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান সম্পন্ন হয়। মন্দিরটি নির্মাণের জন্য প্রায় ৩ বছর সময় লাগবে বলে জানা গেছে। বাবরি মসজিদ যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানেই গড়ে তোলা হবে মন্দিরটি। গত বছর নভেম্বর মাসে কয়েক দশক দীর্ঘ রাম মন্দির ও বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মামলার রায় দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এমনকি অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ তদারকি করার জন্য কেন্দ্রকে ট্রাস্ট গঠনের নির্দেশও দেয় আদালত।
The post রাম মন্দির ভেঙেই তৈরি হবে মসজিদ, উস্কানিমূলক মন্তব্য মুসলিম ধর্মগুরুর appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/31oNX5c
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন