কোনও পদের মোহ নেই, দলই পদ দিয়েছিল, সমস্ত মতবিরোধ কাটবে: সচিন পাইলট - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ১২ আগস্ট, ২০২০

কোনও পদের মোহ নেই, দলই পদ দিয়েছিল, সমস্ত মতবিরোধ কাটবে: সচিন পাইলট

নিউজ ডেস্ক: দীর্ঘএক মাস ধরে চলছিল স্নায়ুর লড়াই। আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছিল রাজস্থান কংগ্রেসের অন্দরে। সেই কালো মেঘ এবার অনেকটাই কাটল। রাজস্থানের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট নিজেই টুইট করে জানালেন, তিনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পদক্ষেপে ‘সন্তুষ্ট’।

সোমবার দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকে ‘সন্ধিচুক্তি’ করতে সম্মত হয়েছেন সচিন। এরপরে তিনি জানান, দলের ভালোর জন্য তিনি কয়েকটি বিষয় তুলে ধরেছিলেন। আমাদের অভাব-অভিযোগ সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

পরে রাত একটি টুইটবার্তায় পাইলট লেখেন, ‘আমাদের অভাব-অভিযোগ শোনা এবং সমাধানের জন্য আমি সোনিয়াজি, রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরাজিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজের বিশ্বাসে অটল আছি এবং আরও উন্নততর ভারত, রাজস্থানের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন এবং আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য সবসময় কাজ চালিয়ে যাব।’

তবে এদিন পাইলট স্পষ্ট করে জানিয়ে দেন, কোনও পদের আকাঙ্ক্ষায় তিনি ‘সন্ধিচুক্তি’ করেননি। তাঁর নিজের কোনও পদের মোহ নেই। দলই তাঁকে পদ দিয়েছিল আবার সেই দল তাঁর পদ ফিরিয়ে নিতে পারে। তবে এই সময়ে অনেক অসংসদীয় শব্দ ব্যবহার করা হলেও তিনি পুরো বিষয়টির মর্যাদা বজায় রেখেছেন বলে জানিয়েছেন পাইলট।

The post কোনও পদের মোহ নেই, দলই পদ দিয়েছিল, সমস্ত মতবিরোধ কাটবে: সচিন পাইলট appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/31NoQJz

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন