সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ১৭ হাজার কোটি টাকা পাঠালো মোদি সরকার - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ৯ আগস্ট, ২০২০

সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ১৭ হাজার কোটি টাকা পাঠালো মোদি সরকার

পি এম কিষাণ যোজনায় সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের অধীনে কৃষকদের অ্যাকাউন্টে ১৭ হাজার কোটি টাকা আজ ই-ট্রান্সফার করা হয়েছে। রবিবার মোট ৮,৫০০ কোটির বেশি কৃষক পরিবারকে সরাসরি দেওয়া হয়েছে এই টাকা। পিএম কিষাণ যোজনায় বার্ষিক যে ৬,০০০ টাকা করে কৃষকদের দেওয়া হয় তার ষষ্ঠ কিস্তির টাকা দেওয়া হলো আজ। এই সময় কৃষকরা যে সমস্ত ফসল ঘরে তুলেছেন বা চাষ শুরু করেছেন, তাদের সাহায্যে লাগবে এই অর্থ। এমনটাই মত কেন্দ্রের।

২০১৮ সালে আনা এই প্রকল্পের অধীনে দেশের সাড়ে নয় কোটি কৃষক উপকৃত হন। এই প্রকল্পের জন্য কেন্দ্রের প্রতি বছর খরচ হয় ৭৫ হাজার কোটি টাকার বেশি। করোনার জন্য দেশ জুড়ে যখন লকডাউন জারি হয় তখনও এই প্রকল্পের অধীনে কৃষকদের টাকা পাঠিয়েছিল কেন্দ্র। করোনা মোকাবিলায় ঘোষণা করা ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’র মধ্যেই এই পি এম কিষাণ যোজনায় ২২,০০০ কোটি টাকা ট্রান্সফারের কথা বলেছিল কেন্দ্র। তখন এই বিষয়টি নিয়ে বিতর্কও হয়। এর মাঝেই আজ ১৭,০০০ কোটি টাকার বেশি ট্রান্সফার করা হলো।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই ‘পি এম কিষাণ যোজনা’ আনে কেন্দ্র সরকার। এই যোজনায় দেশের সাড়ে নয় হাজারের বেশি কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়। এত কম টাকা দেওয়ার জন্য কেন্দ্রের বিরোধিতাও করে কংগ্রেস। পাল্টা কংগ্রেস ঘোষণা করে তারা ক্ষমতায় এলে প্রতি বছর ১২,০০০ টাকা করে দেবে। কিন্তু দ্বিতীয়বার আরও বেশি সমর্থন নিয়ে ক্ষমতায় আসে বিজেপি।

The post সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ১৭ হাজার কোটি টাকা পাঠালো মোদি সরকার appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/2PDDflH

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন