নিউজ ডেস্ক: দীর্ঘ মামলার জটে থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া৷ কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ মামলার ভবিষ্যত ঝুলে রয়েছে। দীর্ঘ ৭ বছর ধরে ক্লান্ত হবু শিক্ষকেরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ভাবে আন্দোলন অনুরোধ করেও কোন সুফল পাননি। হতাশায় দিন কাটছে হবু শিক্ষকদের। এই অবস্থায় পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চ (WBUPCPM) রাজ্যজুড়ে MLA, MP সহ বিভিন্ন আধিকারিকদের দ্রুত নিয়োগের দাবিতে ডেপুটেশন দিয়েছে।
যদিও গতকাল উচ্চ প্রাথমিকে নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়। করোনার কারণে অনেকদিন বন্ধ থাকার পর গতকাল শুনানি হল। আদালত কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেও শর্ত সাপেক্ষে নিয়োগ নিয়ে কোনও আগ্রহ দেখায়নি। এই মামলার পরবর্তী শুনানির দিন পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
কঠিন এই পরিস্থিতিতে ধর্য্যের বাঁধ ভাঙছে হবু শিক্ষকদের। ১৬ আগস্ট ২০১৫ সালে আপার প্রাইমারিতে নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হয়। এতগুলো বছর অতিবাহিত এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবিতে আগামী ১৩ আগস্ট বীরভূম জেলা কমিটির উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে কমিশন অফিসে প্রতিকী ডেপুটেশন কর্মসূচি নিলেন হবু শিক্ষকেরা। নিজেদের মধ্যে মতানৈক্য কাটিয়ে সবাইকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আবেদন জেলা কমিটির।
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ সাত বছর ধরে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। প্রথম ফর্ম ফিলাপ হয় ফ্রেব্রুয়ারী ২০১৪। টেট পরীক্ষা নেওয়া হয় ১৬/০৮/১০১৫ তারিখে। এরপর TET রেজাল্ট বের হয় ১৪/০৯/২০১৬ তারিখে। ইন্টারভিউ শুরু হয় জুলাই, ২০১৯। আদালতের নির্দেশে প্রভিশোনাল মেরিট লিস্ট বের হয় ০৪/১০/২০১৯ তারিখে। আদালতের নির্দেশে ২১ দিন, ৫-২৫ অক্টেবর, ২০১৯ অভিযোগ জমা নেয় এসএসসি। এরপর দীর্ঘ সাত মাস কেটে গেলেও নিয়োগ অধরা। ফলে দিশেহারা অবস্থা হবু শিক্ষকদের।
The post দ্রুত শুনানি ও নিয়োগের দাবিতে এসএসসি অফিসে ডেপুটেশন কর্মসূচি হবু শিক্ষকদের appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3imjCuT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন