এবার পাকিস্তানকে তেল সরবরাহ বন্ধ করল সৌদি আরব। জানা গিয়েছে, OIC বা অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ নিয়ে সৌদি আরবকে হুমকি দেয় পাকিস্তানের সরকার। এরপরই ক্ষোভ প্রকাশ করে সোদি আরব। ওই হুমকির পর বেজায় চটেছেন সৌদি আরব সরকার। আগে পাকিস্তানে জ্বালানির জন্য তেল সোদি আরব থেকে আমদানি করা হত। ২০১৮ সালে ধুঁকতে থাকা পাকিস্তান নিজেকে বাঁচাতে সৌদি আরবের থেকে ঋণ নেয়। ঋণের পরিমাণ ছিল ৬.২ বিলিয়ন ডলার।
ওই ঋণের ৩.২ বিলিয়ন ডলার পাকিস্তানকে জ্বালানি তেলের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়। এরপর গত চারমাস আগে ওই ঋণের ১ বিলিয়ন ডলার পাকিস্তান সৌদি আরবকে ফেরত দেয়। কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। গত দুই মাস আগে এই ঋণ পরিশোধ করার যে ব্যবস্থা তার মেয়াদ শেষ হয়ে যায়। আর নতুন করে ঋণ দিচ্ছে না সৌদি আরব।
কিছুদিন আগে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিএকটি টেলিভিশন শোতে বলেন, সৌদি আরব সরকার কাশ্মীর নিয়ে OIC-র বিদেশমন্ত্রীদেরকে নিয়ে বৈঠক না করলে পাকিস্তান সরকার নিজেই বন্ধু রাষ্ট্রদের সঙ্গে বৈঠক করবে। অপরদিকে OIC কাশ্মীর সম্পর্কিত বৈঠকে বসতে নারাজ।
The post পাকিস্তানকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করলো সৌদি আরব, বিপাকে ইমরান সরকার appeared first on Bharat Barta.
from আন্তর্জাতিক – Bharat Barta https://ift.tt/2Cbt9p0
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন