নিউজ ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। প্রতিদিনই নতুন করে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার পার করছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। কঠিন এই পরিস্থিতিতে এখনই চলবে না ট্রেন। আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে না লোকাল ও দূরপাল্লার ট্রেন। সেই সঙ্গে এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠানও।
বর্তমান এই করোনার পরিস্থিতিতে ট্রেন না চালানোর সিদ্ধান্ত বহাল থাকল। ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রেল মন্ত্রক। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে না লোকাল ও দূরপাল্লার ট্রেন, তবে আগের মতোই চলবে স্পেশাল ট্রেন, মালগাড়ি। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানাল রেল মন্ত্রক।
বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছে করোনার পরিস্থিতিতে স্কুল-কলেজ খুলবে কিনা! সমাজের এক বড় অংশের মত এই মুহূর্তে কোনো ভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা ঠিক হবে না। করোনা পরিস্থিতিতে এখুনি খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল খোলার বিষয়টি করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে।
The post ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দেশে চলবে না লোকাল ও দূরপাল্লার ট্রেন, এখুনি খুলছে না শিক্ষা প্রতিষ্ঠানও appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2F88of0
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন