সমাজকর্মী চন্দ্রশেখর কুণ্ডু ও কয়েকশো কংগ্রেস নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ৯ আগস্ট, ২০২০

সমাজকর্মী চন্দ্রশেখর কুণ্ডু ও কয়েকশো কংগ্রেস নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে

নিউজ ডেস্ক: বেশ কিছু দিন ধরেই অন্য দলের নেতা কর্মীরা যোগ দিচ্ছেন রাজ্যের শাসক দলে। ২০২১ সালের নির্বাচনের আগেই যতটা পারা যায় ঘর গুছিয়ে নিচ্ছে তৃণমূল। একদিকে যেমন পুরোনো নেতা কর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, তেমনি নতুনদেরও দলে টানা হচ্ছে।

এবার তৃণমূলে যোগ দিলেন আসানসোলের সমাজকর্মী চন্দ্রশেখর কুণ্ডু। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে যুক্ত থাকা চন্দ্রশেখর কুণ্ডু দীর্ঘদিন ধরে পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছেন। অসহায়দের দুমুখো ভাত তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে গরিব, অসহায় বাচ্চাদের স্কুলছুট বন্ধ করে স্কুলে যাওয়ার ব্যবস্থা করেছেন। তিনি যৌন কর্মীদের নিয়েও কাজ করে চলেছেন। আজ, শুক্রবার কলকাতায় তৃণমূল ভবনে চন্দ্রশেখর কুণ্ডুর হাতে দলীয় পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

একই সঙ্গে এদিন প্রায় ৫৫০ জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দিলেন। বাঁকুড়ার কংগ্রেস নেতা অরুণ পাঠকের নেতৃত্বে তাঁরা তৃণমূলে যোগ দিলেন। বাঁকুড়ার তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা এবং চেয়ারম্যান শুভাশিস বটব্যালের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন কংগ্রেস নেতা কর্মীরা। লোকসভা ভোটে বাঁকুড়াতে ভালো ফল হয়নি তৃণমূলের। চন্দ্রশেখর কুণ্ডু এবং অরুণ পাঠকের যোগদানে ওই সমস্ত এলাকায় দল অনেক শক্তিশালী হবে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

The post সমাজকর্মী চন্দ্রশেখর কুণ্ডু ও কয়েকশো কংগ্রেস নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/33FVI9r

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন