নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন পদে শূন্যপদ পূরণ করার জন্য ৩৪৪ জনকে নিয়োগ করা হবে। এই মর্মে ইউনিয়ন পাবলিক সর্ভিস কমিশন (ইউপিএসসি) কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (সিডিএস) এগজাম ২-এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷
শূন্যপদ: ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, দেরাদুন- শূন্যপদ ১০০ টি৷ ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমি, এজিমালা কোর্স শূন্যপদ ২৬, এয়ারফোর্স অ্যাকাডেমি, হায়দরাবাদ, প্রি-ফ্লাইং শূন্যপদ ৩২টি। অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি, চেন্নাই পুরুষদের জন্য শূন্যপদ ১৬৯টি, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি, চেন্নাই (মহিলাদের জন্য) শূন্যপদ ১৭টি। মোট শূন্যপদ ৩৪৪৷
শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে৷ ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমির জন্য স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে৷ এয়ারফোর্স অ্যাকাডেমির জন্য (পদার্থবিদ্যা এবং অঙ্ক ১০+২ স্তরে) যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক থাকতে হবে৷
আবেদন ফি: শূন্যপদে আবেদন করার জন্য প্রার্থীদের ২০০টাকা ফি জমা করতে হবে৷ তবে মহিলা, তফশিলি জাতি/উপজাতি শ্রেণির চাকরি প্রার্থীদের কোনও আবেদন ফি জমা করতে হবে না৷
আবেদন প্রক্রিয়া: ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in.-এ গিয়ে অনলাইন আবেদন করতে পারেন। ২৫ অগাস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। ১ সেপ্টেম্বর থকে ৭ সেপ্টেম্বরে পর্যন্ত আবেদন প্রত্যাহার করা যাবে৷
নিয়োগ প্রক্রিয়া: ইউপিএসসি ভারতীয় মিলিটারি, নৌবাহিনী, বিমানবাহিনী এবং অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তির জন্য প্রতি বছর দু’বার সিডিএস পরীক্ষা পরিচালনা করে। সিডিএস নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়াটিতে দুটি পর্যায় আছে: লিখিত পরীক্ষা এবং সাক্ষাত্কার। নিয়োগের জন্য প্রার্থীদের প্রতিটি পর্বে যোগ্যতা অর্জন করতে হবে।
The post কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে স্নাতক যোগ্যতায় ৩৪৪টি শূন্যপদে নিয়োগ appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3kphd4m
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন