প্রথমে ১০ কোটি ভারতবাসী পাবেন করোনা ভ্যাক্সিন, মিলবে ২২৫ টাকায় - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ৯ আগস্ট, ২০২০

প্রথমে ১০ কোটি ভারতবাসী পাবেন করোনা ভ্যাক্সিন, মিলবে ২২৫ টাকায়

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রতিষেধকটি অনেকটা পর্যায় অতিক্রম করার পর ভারতীয় সংস্থা পুণের সিরাম ইনস্টিটিউট ওই প্রতিষেধকটি তৈরির কাজ শুরু করেছে। অক্সফোর্ডের তৈরি প্রতিষেধকটির দাম হবে প্রতি ডোজ ৩ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় দাম ২২৫ টাকা, এমনটাই জানাল ওই সংস্থা। সিরাম ইনস্টিটিউট ভারত ছাড়াও বিশ্বের আরও ৯২ টি দেশে এই প্রতিষেধক পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। আর তার জন্যে GAVI ও বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের তরফে সিরাম ইনস্টিটিউটকে ১০ কোটি ডলার দেওয়া হয়েছে।

তবে ভারতে শুধু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ChAdOx1 nCoV-19 প্রতিষেধকটি নয়, ভারতের বেশ কয়েকটি সংস্থাও করোনা টিকা প্রস্তুত করতে নিরন্তর পরিশ্রম করছে। মারণ করোনা ভাইরাসের হাত থেকে মনুষ্য প্রজাতিকে রক্ষা করতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা করোনার প্রতিষেধক আবিস্কারে মরিয়া হয়ে উঠেছেন। আর এই প্রতিষেধক আবিস্কারে অনেকটাই এগিয়ে রয়েছে রাশিয়ার তৈরি করোনার প্রতিষেধক। তবে গোটা বিশ্বে এখনও পর্যন্ত গবেষকরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি প্রতিষেধকটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন অনেকটা পর্যায় অতিক্রম করে গিয়েছে। যার ফলে বিজ্ঞানীরা এই প্রতিষেধকটির উপর অনেকটা নির্ভরশীল।

সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা শুক্রবার টুইট বলেছেন, ১০০ মিলিয়ন ডোজ তৈরি করা হবে ওই প্রতিষেধকের। ভ্যাকসিনটির দাম যতটা সম্ভব কম করা যায় সেই পথেই এগিয়েছেন তাঁরা। যাতে বিশ্বের যেসব গরীব ও অনুন্নত দেশ রয়েছে সেখানে পৌঁছে দেওয়া যায়।

The post প্রথমে ১০ কোটি ভারতবাসী পাবেন করোনা ভ্যাক্সিন, মিলবে ২২৫ টাকায় appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/2DKMhL1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন