জুলাই 2021 পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম! ঘোষণা ফেসবুকের, কর্মীরা পাবেন ₹7.5 লাখ ভাতা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

জুলাই 2021 পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম! ঘোষণা ফেসবুকের, কর্মীরা পাবেন ₹7.5 লাখ ভাতা


এই সময় ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের জুলাই পর্যন্ত কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমে অনুমতি দিল ফেসবুক। বাড়িতে অফিসের সেট আপ তৈরির জন্য কর্মীপিছু এক হাজার ডলার করেও দেবে মার্ক জুকেরবার্গের কোম্পানি। সোশ্যাল মিডিয়া জায়েন্টের এক মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। সম্প্রতি অন্যান্য যে সব বড় প্রযুক্তি কোম্পানিগুলি যে পদক্ষেপ করেছে, সেই পথেই পা বাড়াল ফেসবুক। ফেসবুকের মুখপাত্র ইমেইল বিবৃতিতে জানিয়েছেন, 'স্বাস্থ্য ও সরকারি বিশেষজ্ঞদের পরামর্শে ও এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আমরা কর্মীদের ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ায় অনুমতি দেব। পাশাপাশি, বাড়ির অফিসের প্রয়োজনের জন্য আমরা কর্মীদের অতিরিক্ত এক হাজার ডলারও দেব।' ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৭.৫ লাখ টাকা। ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলে এবং সরকারের অনুমতি পেলে সবরকম নিয়ন্ত্রণ ও নিয়ম মেনেই কোম্পানি অফিস খুলবে বলেও ফেসবুকের তরফে জানানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ দিনদিন বেড়ে চলায় আগেই বিশ্বজুড়ে কর্মীদের জন্য বাড়ি থেকে কাজ () করার সুযোগের সময়সীমা বৃদ্ধি করেছে গুগল। ওই সংস্থার কর্মীরা আগামী বছরের জুন মাস পর্যন্ত চাইলে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ পাবেন। এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না ভারতে কর্মরত গুগলের কর্মীরাও। কর্মীদের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন সুন্দর পিচাই (Sundar Pichai)। তিনি লিখেছেন, 'কর্মীরা যাতে আগামী দিনের প্ল্যান করে রাখতে পারেন তাই Google ওয়ার্ক ফ্রম হোমের সুযোগের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এখন বিশ্বজুড়ে সংস্থার কর্মীরা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবেন। অফিসে যাওয়ার কোনও প্রয়োজন নেই এমন কাজের ক্ষেত্রে এই সুযোগ পাওয়া যাবে।' গুগল এবং তার অভিভাবক সংস্থা অ্যালফাবেট-এ (Alphabet Inc) পূর্ণকালীন এবং চুক্তি ভিক্তিক মিলিয়ে মোট ২ লক্ষ কর্মী আছেন। এর মধ্য়ে ভারতে কর্মরত প্রায় ৫,০০০ জন কর্মী। অধিকাংশ কর্মী এই ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2DKosmp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন