করোনার মধ্যেই কবে খুলবে স্কুল-কলেজ? তারিখ জানাল কেন্দ্র - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৮ আগস্ট, ২০২০

করোনার মধ্যেই কবে খুলবে স্কুল-কলেজ? তারিখ জানাল কেন্দ্র


টানা লকডাউনের পরও কমেনি করোনা ভাইরাসের ভয়াবহতা। সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বেড়েছে সংক্রমণের হার। এর মধ্যেই লকডাউন প্রক্রিয়া ছেড়ে আনলকের দিকে এগোচ্ছে দেশ। তৃতীয় পর্বের আনলক প্রক্রিয়ার মধ্যে রয়েছে দেশের মানুষ। তবে, জারি রয়েছে কড়া স্বাস্থ্য বিধি। একইসঙ্গে চলছে করোনা সংক্রমণের র‍্যাপিড টেস্ট। ফলে, করোনার আক্রান্তের খোঁজ মিলছে প্রতিনিয়ত।
এই আবহে দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। মার্চ মাস থেকে আগস্ট পর্যন্ত বন্ধ রয়েছে স্কুল-কলেজের পঠন পাঠন। বাতিল হয়েছে একাধিক পরীক্ষাও। এই অবস্থায় দাঁড়িয়ে স্কুল-কলেজে পঠন পাঠন চালু করতে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে জানা গেছে।
করোনা আবহে কীভাবে এই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি বাস্তবায়ন করা যাবে? সে বিষয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা করছে সরকার। এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে সরকার। জানা গেছে, প্রাথমিক ভাবে স্কুল-কলেজ খোলা নিয়ে একটি খসড়া রিপোর্ট তৈরি করা হয়েছে। কোন পদ্ধতিতে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান সে বিষয়ে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে ওই রিপোর্টে।
কেন্দ্র সরকার সূত্রে জানা গেছে, আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বরের মধ্যে দেশ জুড়ে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম ১৫ দিনে দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালু করা হবে। সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং দুপুর ১২ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত দুটি পর্বে পঠন পাঠন হবে। মাঝের ১ ঘন্টায় সমগ্র শিক্ষাপ্রতিষ্ঠান স্যানিটাইজ করা হবে।
The post করোনার মধ্যেই কবে খুলবে স্কুল-কলেজ? তারিখ জানাল কেন্দ্র appeared first on Bharat Barta.


from দেশ – Bharat Barta https://ift.tt/2C8hveA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন